কিন্তু বর্তমানে এই বিষয়টি আরও দ্রুত কার্যকর করার জন্য ইতালিয়ান সরকার নতুন কিছু নিয়ম চালু করতে যাচ্ছে। মানে ২০১৫ সালের ১৮ ই মে থেকে এই জমা দেওয়ার পদ্ধতি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক করা হচ্ছে। মানে আগামী ১৮ই মে থেকে ইতালিয়ান নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রে আপনাকে আর প্রেফেত্তুরাতে পুন্তামেন্তো তথা এপয়েন্টমেন্ট নেওয়ার জন্য বসে থাকতে হবে না। এবং সেখানে সরাসরি গিয়েও কাগজ পত্র জমা করতে হবে না।আপনি ১৮ই মে থেকে যখন খুশী তখন অনলাইনে আপনার সকল কাগজ পত্র তাদের কাছে প্রেরন করে দিতে পারবেন।
কি বুঝতে পারছেন না?
আসলে বিষয়টি পানির মতো পরিস্কার ও স্বচ্ছ। তারপরেও আমরা একটু ভালো করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। যেমন মনে করেন আমরা অনেকেই জানি যে ইতালিতে ইতালিয়ান নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রে আপনাকে সবার প্রথম এপয়েন্টমেন্ট নিতে হতো এবং উক্ত দিনে আপনার সকল ডকুমেন্টস, ১০ বছরের রেসিডেন্স সার্টিফিকেট, বাংলাদেশ থেকে সংগ্রহ করা পুলিশ ক্লিয়ারেন্স সহ ২০০ ইউরো পে করার রিসিপ্ত ইত্যাদি বিষয় গুলো ওদের কাছে সরাসরি গিয়ে জমা দিয়ে আসতে হতো। কিন্তু নতুন এই নিয়মে আপনাকে আর ওদের কাছে যেতে হবে না এবং কোন প্রকার এপয়েন্টমেন্ট নেওয়ার ও প্রয়োজন নেই।নতুন নিয়মে উক্ত ডকুমেন্টস গুলোর ইলেক্ট্রনিক কপি তথা কম্পিউটারে স্ক্যান করিয়ে অনলাইনে ওদের কাছে পাঠিয়ে দিতে হবে। আশা করি আপনাদের বুঝাতে পেরেছি।
তার পরেও যদি কারো মনে কোন প্রকার প্রশ্ন থাকে বা কিভাবে কি করবেন? অথবা ইতালিতে বা ইউরোপে আপনার যেকোনো সমস্যার সমাধানের জন্য সরাসরি আমিওপারি টিম এর সাথে যোগাযোগ করতে পারেন।আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আর যারা আপনাদের ফেসবুকে আমিওপারির প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন। তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।
কিন্ত আগে প্রেফেত্তুরাতে জমা দেবার পর K10 নাম্বার ১ মাস পরে দিত এখন এটা কিভাবে দেওয়া হবে ? আর স্কেন কপি পাঠালে .. অরিজিনাল কপি প্রেফেত্তুরা কি কখনো চাইবে
I want to know that how to apply for the poetugal visa even who have no sinzen visa,can they apply rhe vvisa?
Vai ami jante chai paspoter jonno 10 bosor lagbena
onek valo laglo