যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি থেকে রফিকুল ইসলাম আকাশঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা ভাষাকে মর্যাদা দানের লক্ষে প্রবাসী বাংলাদেশীদের প্রডাকশন হাউজ , ক্রিয়েট এ বিট প্রডাকশনস্ এর ব্যানারে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে, “রেড ফেব্রুয়ারী-আই এম দ্যা ওয়ান “শর্ট ফিল্মের শুটিং চলছে। সময় সুমনের পরিচালনায় ও তাশফিক আজাদের চিত্রায়নে “রেড ফেব্রুয়ারী-আই এম দ্যা ওয়ান ” শর্ট ফিল্মে বাংলাদেশী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমেরিকা, বলিভিয়া, ইন্ডিয়া ও আফ্রিকার অভিনেতা অভিনেত্রী। শর্ট ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাথী গনজালভেজ, মুনাদ আল মুজতবা, মামুন আব্দুল কাইয়ুম ও আমেরিকান অভিনেতা জুয়ান। পার্শ্ব চরিত্রে ছিলেন মিতা বড়ুয়া ও কানিজ ফাতিমা।
ইউনেস্কো ১৭ই নভেম্বর ১৯৯৯, “ইউনাইটেড ন্যাশনস্ এডুকেশনাল, সায়িন্টিফিক এন্ড কালচারাল আর্গানাইজেশন ” প্রথম ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে এবং ২০০০ সাল থেকে প্রতিবছর ২১শে ফেব্রুয়ারী , আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় । শর্ট ফিল্মের মূল প্রতিপাদ্য বাংলা ভাষাকে প্রবাসে আমরা বাঙ্গালীরা যতটুকু না মূল্যায়ন করি, মাতৃভাষাকে নিয়ে বিদেশিদের ধ্যান-ধারনায় বাংলার অবস্থান অনেক উপরে। শুধু তাই নয়, বাংলা ভাষার জন্য যাদের আত্মত্যাগ ( রফিক, শফিক, বরকত, জব্বার, শফিউর ) তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রকাশ পেয়েছে বিভিন্ন দেশের মানুষের মুখে। অভিনয়ে আরও ছিলেন এলে ফার্নান্দেজ-বলিভিয়া, মিলাগ্রেস-আফ্রিকা, রেনু আগ্নেহোত্রী-ইন্ডিয়া। ফিল্মের কলা-কুশলী ও সার্বিক সহযোগীতায় রফিকুল ইসলাম আকাশ, রিনা আখতার, ইশফাক উল্লাহ, সুমি, আবু বকর সিদ্দিক, হাবিবুর রহমান সহ আরও অনেকে।
উল্লেখ্য যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারীতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ এম্বাসী রেড ফেব্রুয়ারী-আই এম দ্যা ওয়ান ফিল্মটির প্রিমিয়ার শো দেখাবে।