মোহাম্মাদ ফয়সাল কোপেনহেগেনঃ ছবিটি কোপেনহেগেনের ভারতীয় দূতাবাসের সামনের থেকে নেয়া যেখানে ভারত ভ্রমণের জন্য ডেনিশ নাগরিকদের কয়েকশ মিটার লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে সেই ভোর হবার আগেই!
ভারতীয় এমব্যাসির অপেনিং আওয়ার যদিও ৯:৩০ মিনিটে তথাপি অনেকেই লাইনে দাঁড়িয়ে আছে সেই ভোর ৬টা থেকে! ডেনমার্কের দ্বিতীয় বড় শহর অরহুস থেকে এক দম্পত্তি ভিসার জন্য যখন কোপেনহেগেনে আসেন তখন গভীর অন্ধকার!
ভারতের সাথে কিছু বিষয়ে ডেনমার্কের গুরুতর মতবিরোধ দেখা দিলে ভারত সরকার ডেনিশ নাগরিকদের অন এরাইভেল ভিসা ভিসা বাতিল করে দেয় এবং ইতিমধ্যে ডেনমার্ক থেকে ভারতে ট্যুর অপারেটকারী সংস্থাগুলো ভারতে ট্যুরের সংখ্যা হ্রাস করেছে বলে জানিয়েছে ডেনিশ পত্রিকা পলিটিকেন।
উল্লেখ্য, মাত্র কয়েক মাস পূর্বে এক ডেনিশ মহিলা টুরিস্ট ভারতে একদল মানুষের দ্বারা ধর্ষিত হবার পর ডেনমার্ক সহ বিশ্বব্যাপী টুরিস্টদের ভারত ভ্রমণে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অবশ্য দক্ষিণ এশিয়ার বিশাল দেশ ভারত বরাবরই টুরিস্টদের জন্য এক অন্যতম আকর্ষণ। উৎসঃ পলিটিকেন।