জাহাঙ্গীর আলম সিকদারঃ ইতালির স্বপ্নের পাহাড় ঘেরা বোলজানো প্রভিন্সের বোলজানো শহরে পিয়াচ্ছা দোমেনিকানিতে পুরু দুই মাস যাবত চলছিল তিন দেশের প্রদর্শনী মেলা। এতে অংশ গ্রহনে ছিল বাংলাদেশ,কলোম্বিয়া ও আফগানিস্থান। গত ০৬ / ০১ / ২০১৫ মঙ্গলবার সারাহ ত্রেভিজিওলের Sarah Trevisiol ত্রেভিজিওলের সভাপতিত্বে ও সার্বিক পরিচালনায় শেষ হল প্রদর্শনী। বাংলদেশের কমিউনিটির পক্ষ থেকে তত্তাবধানে ছিলেন বাংলাদেশ সমিতি এবং উপস্থিত প্রতিনিধি ছিলেন বাংলাদেশ সমিতির প্রধান উপদেষ্টা মির্জা লতিফুল হক এবং বাংলাদেশ সমিতির সিনিয়র ভাইচ প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম সিকদার। ল্যাটিন আমেরিকা বা কলম্বিয়ার পক্ষ থেকে সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন ইসাবালা এবং আফগানিস্থানের পক্ষ থেকে ছিলেন আলিদাদ সিরি কিন্তু কারন বসত শেষের দিন অনুপস্থিত ছিলেন। প্রদর্শনীতে ছিল প্রতিটা দেশের পোশাক পরিচ্ছেদ সহ নাচ, গান, ও ফেসান শো এবং প্রত্যেক দেশের নিজস্ব তৈরি খাবার। উপস্থিত দর্শকদের মাঝে প্রবাসে নিজস্ব কৃষ্টি কালচারকে ভুলে না গিয়ে বিদেশিদের মাঝেও তুলে ধরেন বাংলাদেশ সমিতির সিনিয়র ভাইচ প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম সিকদার N.T.V প্রতিনিধি বোলজানো, ইতালির। এবং সংস্কৃতির এই আন্তরিকতায় বিভিন্ন দেশের লোক বাংলাদেশেও পরিদর্শনে যাওয়ার আগ্রহ দেখান। আগামী জুন মাসে সারাহ ত্রেভিজিওল ২ মাসের জন্য পরিদর্শনে যাবেন বাংলাদেশে। দর্শক ছিল গ্যালারী ভরপুর। প্রবাসে দেশি ও বিদেশিদের মাঝে ফ্যাশন শো, নাচে গানে আমাদের দেশের ভাব মূর্তি যেন এক অলংকার। দেশের বাহিরেও বিদেশের মাটিতে তাদের সংস্কারের সাথে নিজেদের হাজার হাজার বছরের সংস্কার যেন ভুলে না যাই তার ঐ প্রমান নুতন প্রজন্ম আর হত ভাগ্য খেটে খাওয়া মেহনতি প্রবাসীদের প্রচেষ্টা আর দেশ প্রেমের ফসল।
আমার সম্পর্কে তেমন কিছুই বলার নেই। আমি একজন অতি সাধারণ মানুষ। প্রায় ১ যুগ ধরে ইতালির বোলজানো শহরে বসবাস করছি। আর বোলজানোর প্রবাসী বাঙ্গালী কমিউনিটির বিভিন্ন কাজকর্ম গুলো লেখা লেখির মাধ্যমে সবার কাছে তুলে ধরাই আমার প্রধান লক্ষ্য। আমার সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমার ওয়েবসাইট ভিজিট করতে পারে। My Website: www.jahangirsikder.com