উন্নত জীবন আর ভালো আয়ের আশায় প্রটি বছর নিজ নিজ দেশ ছেড়ে উন্নত দেশ গুলোতে পারী জমাচ্ছেন লাখো অভিবাসী। আভিবাসিদের নিয়ে উন্নত দেশগুলোর বিরূপ মনভাব আর কঠিন নিয়ম নিতীর বেড়াজ্বালে পড়ে সংগ্রাম, জেনো শেষ হয়না দেশ ছাড়া মানুষ দের। সম্প্রতি নানান অভিবাসন জটিলতায় নিজের ভবিষ্যৎ নিয়ে শংকায় পড়েছে ব্রিটেনে বসবাসরত হাজারো ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী।ব্রিটেনে অভিবাসির সংখ্যা কমিয়ে আনার পাশাপাশি নানান সরকারী সুযোগ সুবিধা সীমিত করার ঘোষণায় দুশ্চিন্তায় দেশটির অভিবাসীরা। গতমাসে ইউরোপিয়ান অভিবাসী ঠেকাতে “ডেভিড ক্যামেরনের” দেওয়া এই বক্তব্বে শঙ্কিত বহু ইউরোপিয়ান অভিবাসী, যাদের মাঝে রয়েছে কয়েক হাজার বাংলাদেশী। যারা ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকত্ব নিয়ে ব্রিটেনে এসেছেন।এ নিয়ে আরও বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টঃ
Look for UK work permit Under Tier 2.