সভায় ইউরোপ, আমেরিকা, এশিয়া ও আফ্রিকা চারটি মহাদেশের দেশগুলো যথাক্রমে Italia, Albania, Romania, Russia, Ucraina, Peru, Colombia. Ecuador, Bolivia, Bangladesh, Cina, Kurdisthan, Philippine, Iran, Armenia, Pakistan, Ghana, Senegal, Etiopia বিভিন্ন দেশের লোকের উপস্থিতি ও অংশ গ্রহনের মধ্য দিয়ে আলোচনা শুরু হয় । সার্বিক তত্ত্বাবধানে ও উপস্থাপনায় ছিলেন Paola vismara ।
প্রস্তুতি সভায় কেউ ইচ্ছে করলে একাও যেতে পারেন এবং পরবর্তী সে সময়ও নির্ধারণ করে দেওয়া হয়েছে তা নিন্মে দেওয়া হল –
Mercoledi 10 dicembre 2014,Mercoledi 28 gennaio 2015, Giovedi 26 febraio 2015 ,Mercoledi 11 Marzo 2015 , Mercoledi 25 Marzo 2015 , Mercoledi 15 Aprile 2015 . Mercoledi 29 Aprile 2015 , Giovedi 14 Maggio 2015 , Mercoledi 27 Maggio 2015 , Mercoledi 3 giugno 2015 ।
তবে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে অংশগ্রহনে ছিলেন বাংলাদেশ সমিতির মির্জা লতিফুল হক এবং জাহাঙ্গীর আলম সিকদার।
Festa Dei Popoli তে অংশগ্রহনে শুধু কোন দেশ বা দেশের এসোসিয়েশন থাকতে হবে এমন নয়, কোন ব্যক্তি ও একক ইচ্ছে পোষণ করতে পারেন যোগ্যতা ভিত্তিতে।তবে সংস্কৃতির এই পরিদর্শনে Argument থাকতে হবে এবং সভায় উপস্থিতিতেও মূল্যায়ন ভিত্তি অনেক।
২০১৫ Festa Dei Popoliর – প্রদর্শনীতে তৃতীয় দিনের প্রস্তুতি সভায় বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব আনেন মির্জা লতিফুল হক মিলান অবস্থানকারী কাজী টিপুর তৈরি আন্তর্জাতিকমানের ফিল্ম এবং বাংলাদেশ থেকে আসা শাক সবজি ইত্যাদি। এতে দেশের ভাবমূর্তি জাতীয় থেকে আন্তর্জাতিক মানের আরও সহায়তা করবে সংস্কার ও সংস্কৃতিতে যদি বিনিময় থাকে আচার, আচরন বিদেশিদের সাথে। প্রবাসে থাকা ইতালির উত্তর প্রদেশ বোলজানো বাংলাদেশীদের আন্তরিকতা ও তাই।