থাইল্যান্ডের জঙ্গল থেকে মানব পাচারের শিকার শতাধিক বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে।থাইল্যান্ডের পুলিশ জানিয়েছে, এসব বাংলাদেশিকে বিভিন্ন সময় অপহরণের পর জাহাজে করে ‘ক্রীতদাস’ হিসেবে বিক্রির জন্য থাইল্যান্ডে নিয়ে আসা হয়।দালালরা তাদেরকে ভাল বেতন ও কাজের লোভ দেখিয়ে অপহরণ করে। খবর: বিবিসি।এদিকে দেশটির সরকার জানিয়েছে, তারা ‘ক্রীতদাস ব্যবসার’ বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন।থাইল্যান্ডের স্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, উদ্ধার হওয়া বাংলাদেশির সংখ্যা ১৩০ জন। তাদেরকে চেতনানাশক ওষুধ ও হাত-পা বেঁধে জাহাজে করে পাচার করা হয়।এদিকে গত ১৪ অক্টোবর বিবিসির আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে দক্ষিণ থাইল্যান্ডের একটি রাবার বাগান থেকে এ ধরনের আরো অন্তত ৫৩ জনকে উদ্ধার করেছে। এরা বাংলাদেশ ও মিয়ানমার থেকে আসা বলে জানিয়েছে থাই পুলিশ।মানব পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এ সময় দুই থাই নাগরিককেও আটক করা হয়। সুত্রঃ বিবিসি
[youtube NyfC_XWvlt0?modestbranding=1&rel=0 nolink]
যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন।তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।