• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ঘরে বসে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স এ,বি শিখুন ১ম পরিচ্ছেদ-পর্ব- ২

ByLesar

Oct 10, 2014

প্রিয় সম্মানিত পাঠক,প্রত্যাশা হৃদয়ের গহীন থেকে সুস্থ এবং সুন্দর আছেন আপনারা।আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে,আমিওপারি পরিবার আপনাদের জন্য
ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স এর উপর পূর্ণাঙ্গ ধারাবাহিক একটি প্রশিক্ষণ কর্মশালা করাতে যাচ্ছে। যার মাধ্যমে আপনারা যারা ইতালি কিংবা ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করছেন তারা খুব সহজে ইউরোপের ট্রাফিক সিগন্যাল ও আইন গুলো সম্পর্কে পরিপূর্ণ একটি ধারণা অর্জন করতে পারবেন।আমাদের মূল লক্ষ্য যাতে করে আপনারা সবাই ইউরোপের বিভিন্ন ট্রাফিক আইন সম্পর্কে জেনে নিজের ও অন্যের সাহায্যে এগিয়ে আসতে পারেন। এবং আমরা আশাবাদী আমাদের এই পর্ব গুলো যথাযথ অনুসরণ করে আপনার ইতালিয়ান বা ইউরোপের ড্রাইভিং লাইসেন্স পেতে অগ্রণী ভূমিকা রাখবে। এবং আমাদের টিম চেষ্টা করবে খুব সহজ ও প্রথম থেকে শেষ পর্যন্ত প্রয়োজনে বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে আপনাদের কাছে অনেক কঠিন ও গুরুত্বপূর্ণ বিষয় গুলো সহজ করে তুলে ধরার। যাতে করে সকল শ্রেণীর ভাই ও বোনেরা এর সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে পারেন।

যারা এই সিরিজের আগের পর্বটি পড়েন নি? তারা এখানে ক্লিক করে পড়ে নিতে পারেন।

যেহেতু এটি আমাদের ধারাবিহিক মেগা টিউটোরিয়াল তাই আমরা  আমাদের ১ম পরিচ্ছেদ এর কয়েকটি পর্ব আলাদা আলাদা করে প্রকাশ করবো। আর আমাদের প্রথম পরিচ্ছেদে থাকবেঃ

  • সাধারণ নিয়ম অনুসারে রাস্তা ও মোটরযানের শ্রেণীবিভাগ
  • ইতালির বিভিন্ন রাস্তা এবং ট্রাফিক বিবরন
  • মোটর গাড়ির শ্রেণীবিভাগ

বন্ধুগন আমরা ইতিমধ্যে আমাদের গত পর্বে “সাধারণ নিয়ম অনুসারে রাস্তা ও মোটরযানের শ্রেণীবিভাগ” তথা ইতালির বিভিন্ন সড়ক ও রাস্তা সম্পর্কে ধারণা নিয়েছি। কাজেই আমাদের আজকের পর্বে থাকবে? “ইতালির বিভিন্ন রাস্তা এবং ট্রাফিক বিবরন” নিয়ে বিস্তারিত।

DEFINIZIONI STRADALI E DI TRAFFICO
রাস্তা এবং ট্রাফিক বিবরণ
(Road and traffic definitions)
উপরে আমরা একটি রাস্তার বিবরণ সম্বন্ধীয় মানচিত্র দেখতে পাচ্ছি। যেখানে একটি রাস্তায় কি ধরণের ট্রাফিক বিষয় গুলো থাকে? বা একটি রাস্থায় সাধারণত লক্ষনিও বিষয় গুলো থাকে তার একটি ধারণা দেওয়া হয়েছে। এবার আসুন আমরা উপরের চিত্রে দেওয়া বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি।
* CARREGGIATA ক্যারেজওয়ে (Carriage way) : সাধারনত প্রান্তসীমানা নির্দেশের জন্য সড়কপৃষ্ঠে দাগকাটা এক বা একাধিক লাইন দিয়ে যানবাহন চলাচলের সেই অংশকে ক্যারেজওয়ে বলে। ক্যারেজওয়ে একমূখী রাস্তা (One way Road) অথবা দ্বিমুখী রাস্তা (Two way Road) হতে পারে।উপরের ছবিতে ভালো করে লক্ষ্য করুন ক্যারেজওয়ের অংশ বিশেষ দাগ কেটে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে।
* CORSIA লাইন (Lane): লাইন ক্যারেজওয়ের অংশবিষেস, যেখানে একটি সারিতে যানবাহন চলাচলের জন্য আরাআরি যথেষ্ট যায়গা থাকে এবং এটি বিভিন্ন রাস্তার উপর নির্ভর করে এক,দুই,তিন,চার অথবা এর বেশী লাইনেরও হতে পারে আর এই রাস্তায় রেখা অংকিত  প্রতিটি সারিকেই  Corsia বা লাইন বলে।
* CORSIA DI MARCIA সাধারণ লাইন (Normal Lane) : ক্যারেজওয়ের প্রধান অংশকে CORISA DI MARCIA বলে। CORISA DI MARCIA এবং Corsia   একি বিষয়। যেখানে একের অধিক লাইন কে CORISA DI MARCIA বলে। উপরের ছবিতে দেখুন সেখানে  CORISA DI MARCIA কে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এছাড়াও আরও কিছু Corsia বা লাইন রয়েছে যেমন নিচে আমরা আর একটি চিত্র দেখবো।
বন্ধুরা উপরের ছবিতে আমরা দুইটি আলাদা রাস্তা দেখতে পাচ্ছি। যেখানে একটি  CORSIA DI ACCELERAZIONE  এবং অপরটি  CORSIA DI DECELERAZIONE। আপনাদের আরও ভালো করে বুঝানোর জন্য নিচে আমরা আরও কিছু ছবি দিয়ে দিচ্ছি।
CORSIA DI ACCELERAZIONE  গতি বাড়ানোর লাইন (Acceleration Lane) : গতি বাড়ানোর লাইন, আপনি যখন সেমিহাইওয়ে থেকে হাইওয়েতে উঠতে যাবেন তখন এই লাইন দিয়ে প্রবেশ করে আপনার গাড়ির গতি বাড়িয়ে দিতে হবে এবং বাম পাশের গাড়ি আসছে কিনা? সেই বিষয়ে লক্ষ্য রেখে আপনাকে এই লাইন পরিবর্তন করে বাম পাশের লাইনে প্রবেশ করতে হবে।ছবিটি ভালো করে লক্ষ্য করুণ আমরা সেখানে হলুদ ঘরের মধ্যে 1 নাম্বার লিখে বুঝিয়ে দিয়েছে।এখানে 1 নাম্বার দিয়ে চিহ্নিত করা লাইন দিয়ে আপনি একটি সেমিহাইওয়ে থেকে হাইওয়েতে উঠতে যাচ্ছেন। 
CORSIA DI DECELERAZIONE  গতি ধীর করার লাইন (Deceleration Lane) : গতি ধীর করার লাইন, অনেকটা গতি বাড়ানোর লাইন এর  বিপরিত, মানে আপনি যখন হাইওয়ে থেকে পুনরায় সেমিহাইওয়েতে প্রবেশ করবেন তখন আপনার গাড়ির গতি ধীর করে দিতে হবে। আপনাদের ভালো করে বুঝানোর জন্য আমরা একটি একই হাইওয়ের চিত্র ব্যবহার করেছি, যাতে করে আপনারা খুব সহজেই এর ব্যবধান বুঝতে পারেন। এখানে ছবিতে দেখুন হলুদ ঘরের মধ্যে 2 নাম্বার লিখে বুঝিয়ে দিয়েছি। এখানে 2 নাম্বার দিয়ে চিহ্নিত করা লাইন দিয়ে আপনি একটি হাইওয়েতে থেকে সেমিহাইওয়েতে প্রবেশ করতে যাচ্ছেন। 
* CORSIA DI EMERGENZA জরুরী লাইন (Emergency Lane): জরুরী ভিত্তিতে গাড়ি থামানোর জন্য ক্যারেজওয়ের পাশে সাধারণত জরুরী লাইন থাকে। এই লাইনের উপর দিয়ে পায়ে হেটে চলাচল করা আইনত নিষিদ্ধ।
* CORSIA RISERVATA সংরক্ষিত লাইন (Reserved Lane) : এক বা একাধিক যানবাহন চলাচলের জন্য সড়কপৃষ্ঠে এই ধরনের লাইন সংরক্ষিত থাকে।

* CORSIA SPECIALIZZATA বিশেষ ধরনের রাস্তা (Special Lane) : হাইওয়ে বা সেমিহাইওয়ের মধ্যে প্রবেশ (Accelerazione) এবং বের (Decelerazione) হবার জন্য যে রাস্তা ব্যবহৃত হয়, তাকে CORSIA SPECIALIZZATA বলে। CORSIA SPECIALIZZATA তে ইউটার্ন নেওয়া, ক্রসিং করা বা ওভারটেক করা সম্পূর্ন নিষিদ্ধি।

* BANCHINA হেড সোল্ডার (Head shoulder) : ক্যারেজওয়ের পাশে সংরক্ষিত এক ধরণের খোলা জায়গাকে BANCHINA  বলে। এ জায়গা দিয়ে সাধারণত যানবাহন চলাচলের অনুমতি থাকে না।

প্রিয় পাঠক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন আমাদের পরিবারের একজন সদস্য হয়ে।

এই সিরিজের গত পর্বে যেতে এখানে ক্লিক করুণ এবং

এই সিরিজের পরবর্তী পর্বে যেতে এখানে ক্লিক করুণ।

প্রকাশ থাকে যেঃ পথ চলে সবাই কিন্তু পথ দেখায় কেউ কেউ,আর এ সরল ও মসৃণ পথটির যে প্রতিকৃত বা পথদ্রস্টা তিনি“শেখ মহিতুর রাহমান বাবলু” প্রবাসী যে ক’জন সফল বাংলাদেশী সোনার বাংলা কে উচ্ছালোকে তুলে ধরেছেন স্বমহিমায় তাদের মধ্যে তিনি অন্নতম। আমিওপারি আপনাদের জন্য আজ ইতালিয়ান  ড্রাইভিং লাইসেন্স এ,বি এর উপর যে টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছে তার সম্পূর্ণ কৃতিত্ব তার।“শেখ মহিতুর রাহমান বাবলু” তিনিই প্রথম ইতালিতে প্রবাসী বাংলাদেশীদের জন্য ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স এ,বি নিয়ে একটি পুরনাঙ্গ বই প্রকাশ করেন। যে কারনে আমরা সমগ্র প্রবাসীবাঙ্গালী তার কাছে বিনয়াবনত। কেননা আজ আমিওপারি পরিবার তার আলোকিত সৃষ্টি ও সংগ্রামী অনুপ্রেরনার উপর ভিত্তি করেই আপনাদের মাঝে এই লেখা নিয়ে হাজির হতে পেরেছে।যাতে করে আপনারা যারা ইতালি ও ইউরোপ প্রবাসী তারা আমাদের এই উদ্যোগের মাধ্যমে ট্রাফিক আইন গুলো সম্পর্কে সাধারণ ধারণা অর্জন করতে পারেন।  লেখক সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করে জেনে নিতে পারবেন।

আর যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন। তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

One thought on “ঘরে বসে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স এ,বি শিখুন ১ম পরিচ্ছেদ-পর্ব- ২”
  1. Dear concern,
    Take my Salam. Hope will be fine and happy. I am from Messina, Italy. now a days I am planning to do make a driving licence. For that i need this book. your kind referral that,, how I can get this book ?.
    I would be grateful.
    thanks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version