বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশী দূতাবাসগুলোতে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এর কাজ শুরু হয়ে গিয়েছে ও হচ্ছে।সকলের মনেই এখন এমআরপি পাসপোর্ট নিয়ে নানা ধরণের কৌতূহল। কিভাবে এটি তৈরি করা হয় কেন এর ডেলিভারি দিতে এতো সময় প্রয়োজন ইত্যাদি ইত্যাদি।কেননা এতদিন আমরা হাতে লেখা পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশ ভ্রমণ করতে পারলেও সম্প্রতি ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন এসোসিয়েশন (আইসিএও)-এর সিদ্ধান্তের কারণে এখন আর তা সম্ভব নয়!! কারন ২০১৫ সালের নভেম্বর মাস থেকে বিশ্বের সব বিমানবন্দরের ইমিগ্রেশনেই এমআরপি প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। এ সময় থেকে আন্তর্জাতিক রুটে বিশ্বের কোন এয়ারলাইন্স হাতে লেখা পাসপোর্টধারী যাত্রী বহন করবে না। তাই দেশে এই নিয়ে চলছে ব্যাপক পরিকল্পনা ও কার্যক্রম। প্রিয় আমিওপারির সম্মানিত পাঠক আর তাই আমরাও আপনাদের জন্য গরম গরম এই পাসপোর্ট তৈরির পরিপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যাতে করে আপনারা এই ভিডিওটি দেখে বুঝতে পারেন কিভাবে এই ডিজিটাল পাসপোর্ট তৈরি করা হয়। তাহলে বন্ধুরা আর দেরি কেন। আসুন নিচের ভিডিওটি দেখে জেনে নেই কিভাবে কি করা হয়? [sociallocker]
যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন।তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।
[youtube pxeINimoGAQ?modestbranding=1&rel=0 nolink] [/sociallocker]
tnx for inform us. Bt sometimes your full writing is not saw. It is unexcepted.