যেভাবে নতুন পাসপোর্ট বানাবেনঃ
পাসপোর্ট অফিস থেকে ফরম সংগ্রহ করুন। নতুন একটি পাসপোর্ট বানানোর ক্ষেত্রে আপনাকে মোট তিনটি ফরম পূরণ করতে হবে। প্রত্যেক ফরমে আপনার ছবি আঠা (আইকা) দিয়ে লাগাতে হবে। মনে রাখবেন ভুলেও ষ্ট্যাপল করতে যাবেন না। ছবির উপরে এবঙ ফরমে অবস্থিত নির্দিষ্ট স্থানে প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্যায়ন করতে হবে। আর হ্যা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বা জন্ম সনদের ফটোকপি অবশ্যই লাগবে। এরপর ব্যাংকে টাকা জমা দিতে হবে। সাধাণত ১ মাসে পাসপোর্ট পাওয়ার জন্য ৩ হাজার টাকা এবং জরুরিতে মানে ১ সপ্তাহের মধ্যে পাসপোর্ট পেতে ৬ হাজার টাকা জমা দিতে হবে। টাকা জমার মূল রশিদ ফরমের সাথে জমা দিতে হবে। এছাড়া আপনি আপনার সুবিধার্থে টাকা জমা দেওয়ার রশিদটির ফটোপকপিও সংরক্ষণ করে রাখতে পারেন।
এবার ফরম ও টাকা জমা দেওয়ার রশিদ সহকারে পাসপোর্ট অফিসে যান। আপনার তিনটি ফরম সম্পূর্ণ প্রস্তুত এটা নিশ্চিত হলে লাইনে দাড়ান। এরপর একজন কর্মকর্তাকে দিয়ে ফরমটি অনুমোদন করাবেন। তারপর কম্পিউটার এন্ট্রির কাজ শেষ হলে কাউন্টার থেকে রশিদ সংগ্রহ করুন এবং ছবি তোলার উদ্দেশ্যে ছবি তোলার রুমে যান। আপনার রশিদটি চেক করুন। যদি কোন অংশে ভুল থাকে তাহলে ছবি তোলার রুম থেকেও তা আবার সংশোধন করতে পারবেন। এরপর থানা ও এসবি অফিসের কর্মকর্তার অনুসন্ধান রিপোর্ট পাসপোর্ট অফিসে যাওয়ার পর রশিদে উল্লেখিত সময়ে একই অফিস থেকে আপনার পাসপোর্টটি সংগ্রহ করুন। আপনার রশিদে উল্লেখিত নম্বরে এসএমএস করেও আপনার পাসপোর্টের অগ্রগতির খোঁজ খবর জানতে পারবেন।
মনে রাখবেনঃ
আগারগাঁও পাসপোর্ট অফিসের দীর্ঘ লাইনে না দাড়িয়েও আপনি পাসপোর্ট তৈরী করতে পারবেন। ঢাকা মহানগরীর কয়েকটি এলাকা মিলে একটি স্থানীয় পাসপোর্ট কেন্দ্র তৈরী হয়েছে। সে সব পাসপোর্ট অফিসে পাসপোর্ট, রিনিউ, রিপেসমেন্ট সংক্রান্ত সব তথ্য ও সেবা পাবেন। এক্ষেত্রে যারা “মালিবাগ, বাসাবো, যাত্রাবাড়ী, আরামবাগ, ফকিরাপুল” এলাকায় বাসবাস করেন তারা যেতে পারেন যাত্রাবাড়ী রায়েরবাগ পুনম সিনেমা হলের নিকস্থ পাসপোর্ট অফিসে।
ইটালি তে কি ভাবে পাসপোর্ট রেনেও করা যায়, নতুন করে কি ভাবে বানানো যায়, কত ইউরো লাগে, রোমে ছাড়া আর কোথায় কন্সুলের অফিস আছে ইত্যাদি বিস্তারিত জানালে খুব উপকৃত হব ।
dhonnoban Mr.Rakib italite passport renew korar jonno apni italir rome ba milano embassy te phone kore jene nite paren ekhane rome and milanor address dewa holo amni amader ai post ti porun http://amiopari.com/4785/
onek, onek information Janet partece. thanks
ami italy jate khobi agrohi but bojte parsi na ki vhabe step by step soru karbu prothome amr kon jaigha theke soru kora ucchit..jodhi akto bolten tahole khob opokkrita hotam