• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

আপনি কি জানেন ইতালিয়ান স্যানিটারি কার্ডে অ্যামেরিকান মিলিটারির কোড ব্যবহার করা হয়?

ByLesar

Aug 1, 2014

তেসসেরা স্যানিটারিয়া বাঁ কদিচে ফিসকালে যেটাকে আমরা স্যানিটারি কার্ড হিসেবে জানি। অবশ্য এই Tessera Sanitaria সম্পর্কে বিস্তারিত একটি লেখা রয়েছে এই লিঙ্কে যারা ইতালিতে নতুন তারা পরে নিতে পারেন। আমাদের মধ্যে যারা ইতালিতে ডকুমেন্টস ধারী তাদের সবার এই কার্ডটি রয়েছে। কিন্তু আমরা কি জানি আসলে এই কার্ডটির মধ্যে যে বিশেষ কোড বাঁ গাণিতিক চিহ্ন গুলো রয়েছে, আসলে এই সংকেত গুলো দ্বারা কি বুঝায়?

আজকে আমরা জানবো এই কার্ডটি সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য যা হয়তো আপনি এর আগে কখনো জানতেন না?

এই কার্ডটির পিছনের দিকে বেশ কয়েকটি কোড রয়েছে যার মধ্যে সবার প্রথম যেটি, সেটি হচ্ছে BAR CODE এই বার কোড এর ভিতর রয়েছে MIL-STD-1189 এই সংকেত যার সম্পূর্ণ মানে হচ্ছে MILITARY STANDARD DEPARTMENT OF DEFENSE BAR CODE SYMBOLOGY (UNITED STATES OF AMERICA) এখানে স্পষ্ট বুঝা যায় এই কোডটি যুক্তরাষ্ট্রের উপনিবেশ এর সংকেত দিচ্ছে।

দ্বিতীয় যে বিষয়টি নজরে আসে, সেটি হচ্ছে  IATA/ABA  কিন্তু কি এর মানে? এই সংকেত গুলোর পরিপূর্ণ মিনিং হচ্ছে যেমন IATAএর মানে হচ্ছে    (International Air Transport Association)  ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন। যার বাংলা অর্থ এরকম>বিমান পরিবহন মানবতার নিরাপদ, নিয়মিত এবং অর্থনৈতিক বেনিফিট প্রচার ও সম্পর্কিত বিষয়ের পরীক্ষা সংক্রান্ত। আর ABAএর মানে হচ্ছে  American Bankers Association (ABA) আমেরিকান ব্যাংকারস অ্যাসোসিয়েশন, তাহলে বুঝতেই পারছেন আমারা তথা ইতালিয়ান’রা ওদের যে স্যানিটারি কার্ডটি ব্যবহার করে তার মধ্যে আমেরিকান বিভিন্ন অ্যাসোসিয়েশন এর গোপন কোড বাঁ সংকেত দেওয়া রয়েছে। আসলে এই বিষয় গুলো নিয়ে আমাদের চিন্তা না করলেও চলে? তবুও যেহেতু ইতালিতে বসবাস করছেন কাজেই এখান কার বিভিন্ন বিষয়ে আমাদের সামান্য জ্ঞান রাখা কিন্তু দোষের কিছু নয়!! কেননা আজ আপনি যে বিষয়টি জানলেন তা ৯০% ইতালিয়ান রাও জানেনা!! এবং এই বিষয়টি আমরা একটি জরীপে বিভিন্ন ইতালিয়ান দের সাথে কথা বলে জেনেছি। কাল আপনি কোন ইতালিয়ান এর সাথে কথার মাঝে ওকে জানিয়ে দিতে পারবেন যে, তোমার দেশের স্যানিটারি কার্ড সম্পর্কে তুমি নিজেও জানোনা, কিন্তু আমি অনেক কিছুই জানি।

বন্ধুরা নিচে আপনাদের জন্য একটি ভিডিও তুলে ধরা হোল যা দেখে আপনি আরও পরিস্কার ভাবে বিষয়টি বুঝতে পারবেন।

[youtube UHfM-cmO-5s?modestbranding=1&rel=0 nolink]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version