তবে একদিন তারা সাহস করে এর প্রতীবাদ করেছে, অন্যায়ের বীরুধে রুখে দাঁড়িয়েছে। এবং তাদের এই কাজে সাহায্য করেছে একটি এসোসিয়েশন যার নাম Associazione Antirazzista Interetnica “3 febbraio” (A3F) । এবং কয়েক মাস টানা মালিকের বীরুধে কোর্ট কাচারি করার পর অবশেষে আমাদের প্রতিটি বাঙ্গালী ভাইয়ের জয় হয়েছে। তারা এখন ইতালির লিগ্যাল ডকুমেন্ট মানে Permesso di Soggiorno পেয়েছে যার মতিভ সামাজিক সুরক্ষা বাঁ Social Protection. এবং এটা আমাদের গোটা বাঙ্গালীদের জন্য অনেক বড় একটি শিক্ষা ও অনন্দের সংবাদ, সাথে করে গোটা ইতালিয়ান দের ভাবিয়ে ছাড়ছে যে, বাঙ্গালীদের সাথে অন্যায় কিছু করলে এরা চুপ-চাপ বসে থাকার মধ্যে নয়, কাজেই ইতালিয়ানরা নিজেরাও সতর্ক হচ্ছে।
আপনাদের অনেক ধন্যবাদ সংবাদটি প্রচার করে সহযোগিতার হাত বারানোর জন্য।