• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

RYANAIR LINES এ কিভাবে যাত্রীদের লাগেজ উঠানামা করায় এর একটি ভিডিও ইউটিউবে ঝড় তুলেছে।

ByLesar

Jul 19, 2014

ইটালি থেকে ইউরোপের বিভিন্ন দেশে সম্প মূল্যে ভ্রমনের জন্য নাম করা একটি কোম্পানির নাম ‘’রাইন এয়ারলাইন্স’’ কিন্তু বেশ কিছুদিন ধরেই এদের নামে নানা ধরণের অভিযোগ পাওয়া যাছে। গত সপ্তাহে ইতালির নগরী বেরগামোর লোকাল এয়ারপোর্ট থেকে এক যাত্রী তাদের একটি ভিডিও ধারণ করে এবং পরবর্তীতে সেটি ইন্টারনেটে ছেড়ে দেয়। যেখানে স্পষ্ট ফুটে উঠেছে কিভাবে ‘’রাইন এয়ারলাইন্স’’ এ কর্মরত ব্যক্তিরা যাত্রীদের লাগেজ প্লেনে উঠাচ্ছেন। কেউ লাগেজ মাটিতে ছুড়ে ফেলছে, আবার কেউ টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে ইত্যাদি। অথচ এই কাজের জন্য ওদের কিন্তু মাসিক ভালো অংকের বেতন দেওয়া হচ্ছে। কিন্তু এর পরেও ওরা কেন এরকম করবে? করতিপক্ষের নিকট এই প্রশ্ন রেখেই ভিডিওটি আপলোড করেছিলেন সেই যাত্রী। উল্লেখ্য এখানে অনেক ইতালিয়ান রয়েছে যারা ৮০ থেকে ১০০ ইউরো খরচ করে একটি লাগেজ ক্রয় করে থাকেন। আবার অনেকে লাগেজের ভিতর অনেক মূল্যবান জিনিস বহন করেন, যা ওদের কারনে নষ্ট হয়ে যাচ্ছে।

[youtube gWK1M2Ip-Cw?modestbranding=1&rel=0 nolink]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *