• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালী প্রবাসী বিদেশীদের সর্ববৃহৎ মেলায় ভেনিস বাংলা স্কুল!!

Byrafiqul islam akash

Jun 28, 2014

সুইজারল্যান্ডের জেনেভা থেকে রফিকুল ইসলাম আকাশঃ ভেনিস থেকে সত্তর কিলোমিটার দুরে ত্রেভিজো প্রভিনছিয়াতে জাবেরা উৎসবে অংশগ্রহন করলো ভেনিস বাংলা স্কুল । প্রবাসী বাংলাদেশী ছাড়াও এই মেলায় অংশগ্রহন করে প্রায় চল্লিশটি দেশের প্রায় ১০ হাজার বিদেশীরা । প্রতিটি দেশ তাদের নিজ নিজ সংস্কৃতি প্রবাসের মাটিতে উপস্থাপনের উদ্দেশ্যেই বিশাল এ আয়োজন । ১৯তম জাবেরা উৎসবে চার দিনব্যাপ্তিকালীন এ মেলায় গত ৫ বছর যাবৎ অংশগ্রহন করে আসছে ভেনিস বাংলা স্কুল । ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ারের নেতৃত্বে প্রবাসী বাংগালীরা বিশাল রালী প্রদর্শন করে যা প্রবাসের মাটিতে বাংগালীয়ানা সংস্কৃতি, বাংগালীর ঐতিহ্য সুন্দরভাবে ফুটে উঠে । ভেনিস বাংলা স্কুলের স্টলে বিরিয়ানী , সমুচা, সিংগারা, পিঁয়াজু, ঝালমুড়ি ইত্যাদি খাবারের বিশাল আয়োজন প্রশংসার দাবিদার । আর মন্চে বাংগালী নৃত্য তো সকলের কাছেই প্রশংসনীয়…

নাচ পরিবেশন করে ভেনিস বাংলা স্কুলের পক্ষে তাহের , শামীম ও ইতালীয়ান সিমোনা । আরও উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, উপদেষ্টামন্ডলী, অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ । ভেনিস বাংলা স্কুলের উত্তোরত্তর উন্নতি প্রকল্পে সহযোগীতার আশ্বাস দেন জাবেরা মেলা কমিটির সকল কলা-কুশলীবৃন্দ । ইতালীতে বিদেশীদের অধিকার ও স্বার্থরক্ষায় সকলে একযোগে কাজ করার অভিমত ব্যক্ত করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version