• Tue. Dec ৩, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৈশাখী উৎসব পালন করলো বাংলা প্রেস ক্লাব,রোম-ইতালী।

Byমো: রাসেল

Apr 16, 2014

হাসান মাহমুদ- বনাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংবাদিকদের সংগঠন বাংলা প্রেস ক্লাব, ইতালী পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে। ইতালীর রোমে তাজমহল রেষ্টুরেন্টে গত ১৩ এপ্রিল রাত ৯ টা থেকে ১২টা ১ মিনিট পর্যন্ত উপস্থিত অতিথিদের নিয়ে নানা প্রতিযোগীতা ও নাচ, গানে চলে এই আনন্দঘন অনুষ্ঠান।
এসময় বর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক সাংবাদিক সায়েরা হোসেন রানীর উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ শাহদ্যৎ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, জনতা এক্সচেঞ্জের এমডি মাহবুবুর রহমান, বিমান কান্ট্রিম্যানাজার শামসুল হুদা, ইতালী আওয়ামীলীগের সভাপতি মোঃ ইদ্রিস ফরাজী, ইতালী বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিন সহ শীর্ষস্থানীয় সকল সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্ঠা লুৎফর রহমান, সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক শাওন আহম্মেদ, এন আর বি জাই’য়ের ভারপ্রাপ্ত সভাপতি জমির হোসেন, সাধারণ সম্পাদক, হাবিবুর রহমান চুন্নু সহ সকল সাংবাদিকসহ প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
এ নিয়ে দেখুন একটি ভিডিও-

[youtube dB2Lo06XwCk nolink]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version