• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

কোন প্রকার messenger ছাড়াই অডিও & ভিডিও call করুন ।

আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভাল আছেন । আমিও ভাল আছি । অনেক লিখতে ইচ্ছে করে,কিন্তু সময়ের কারনে লিখতে পারি না। যাই হোক, অনেক দিন পর একটা পোস্ট করলাম আশা করি আপনাদের সবার ভাল লাগবে ।

আমরা সাধারনত voice call, video call কিংবা chat করার জন্য বিভিন্ন ম্যাসেঞ্জার ব্যাবহার করি ।
আজ দেখব কিভাবে ম্যাসেঞ্জার ছাড়া সরাসরি ব্রাউজার থেকে voice ও video call করা যায়। হা এই কাজ টা করব WebRTC এর মাধ্যমে ।
চলুন শুরু করা যাক ।

ধাপে ধাপে শুরু করি
১। প্রথমে আপনার ব্রউজার ওপেন করুন (Chrome/Opera/Firefox)
২। এখানে ক্লিক করুন ।
৩।আপনি অ্যাপটাকে আনুমতি দিন আপনার ওয়েবক্যাম আর মাইক্রোফোন ব্যাবহার করার (clik allow) ।
৪।আপনার ব্রউজার এর নিচের লিঙ্ক টা অন্য কম্পিউটার এ ওপেন করুন
(try করার জন্য অন্য একটা ব্রউজার এ লিঙ্কটা ওপেন করুন)

দেখবেন video call কাজ করছে ।
কোন ভুল হলে বা কেউ আগে এই পোস্ট করে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
সবাই ভাল থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *