ঘটনার বিবরণ দিয়ে সানোয়ার হোসাইন এই প্রতিবেদককে জানান, শনিবার দুপুরে নিজের সস্বতাধিকারী প্রতিষ্ঠান তামিম তাসিন টেকনিক্যাল ওয়ার্কাস এল এল সি এর প্রয়োজনে শারজাহ ন্যাশনাল পেইন্ট এলাকার এমিরেটস ইসলামী ব্যাংক শাখায় পঞ্চান্ন হাজার দিরহাম এর একটি চেক নিয়ে যান। এ সময় ব্যাংক কর্মকর্তা একটি প্যাকেট তাকে অর্থ প্রদান করলেও ব্যাংকের প্রতি আস্থা থাকায় সেখানে প্যাকেটটি না খুলে ফিরে যান দুবাইস্থ অফিসে। অফিসে বসে প্যাকেটটি খুলে দেখেন তাতে ৮০ হাজার দিরহাম। যা পুরো পঁচিশ হাজার দিরহাম বাড়তি। বাড়তি অর্থ ফেরত দিতে উদ্যোগী হন তিনি। সাথে সাথে দুবাইস্থ বিমানের রিজিওনাল ম্যানেজার সৈয়দ হাসান হোসেন কাজী কে বিষয়টি অবহিত করলে তার সহায়তায় ব্যাংকে যোগাযোগ করে ব্যাপারটি জানানো হয়। পরবর্তীতে ব্যাংকের সহকারী ম্যানেজার ও ক্যাশিয়ারের উপস্থিতিতে ঐ বাড়তি পঁচিশ হাজার টাকা ফেরত দেন। সানোয়ারের এমন সততায় ব্যাংক কর্তৃপক্ষ ধন্যবাদ জানান।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]