পুরোই উল্টো? কেউ এরকম ভাবে ভাবতেও পাড়ছে না? গতবার রোম বাসীদের তাক লাগিয়ে ইতালির ইতিহাসে অনেক বছরের ব্যবধানে কয়েকদিনের জন্য স্নো পরে অচল করেদিয়েছিলো রোম নগরী। যা রোমে সচরাচর ঘটতে দেখা যায় না। এবারও রোম বাসীদের তাক লাগিয়ে শুরু হয়েছে বন্যার বাহার মানে পুরো ডিসেম্বর গেলো জানুয়ারী গেলো স্নো পরার কোন লক্ষন নাই। উল্ঠো বন্যায় ভাসছে ইতালির নগরী রোমের উত্তর অঞ্ছলের উপকূল। এটা আসলে কেউ কল্পনাতেও চিন্তা করতে পারেনি। সব মিলিয়ে ইতালির আবহাওয়া এখন আর মানুষের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ নয়। আবহাওয়ার এই ব্যাপক পরিবর্তন সকলকে চিন্তিত করে তুলছে। কেননা এক সময় ওরা হাতে গনে বলে দিতে পারতো কবে থেকে কবে নাদাগ পর্যন্ত ঠাণ্ডা থাকবে? বা ঋতু সম্পর্কে আনুমানিক একটি ধারণা দিতে পারতো। কিন্তু বিগত কয়েক বছর ধরে আবহাওয়ার এই ব্যাপক পরিবর্তনের কারনে মানুষের হতাশ হওয়া ছাড়া আর কোন পথ খোলা থাকছে না। বন্ধুরা আমরা ইতালির রোমের বর্তমান অবস্থা নিয়ে আপনাদের কাছে কিছু ছবি তুলে ধরলাম।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]