• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

আমিওপারি সাইট নিয়ে খুব জরুরী একটি বিষয়, সবার কাছে অনুরোধ ভিডিওটি দেখুন এবং শেয়ার করুণ।

ByLesar

Dec 14, 2013

প্রিয় আমিওপারি পাঠক বৃন্দ শুরুতেই মহান সৃষ্টি কর্তার নাম নিয়ে শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা হয়তো এর মধ্যে জেনে গেছেন যে আমিওপারি সব সময় আপনাদের জন্য নতুন নতুন এবং প্রয়োজনীয় সকল তথ্য নিয়ে হাজির হয়, যা আদৌ কেউ এই প্রবাসের মাটিতে আপনাদের জন্য করতে পারেনি বা দিতে পারেনি। বরাবরের মতো  আজকেও  আমরা আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। বর্তমান যুগ প্রযুক্তির যুগ। আর সবাই এখন যুগের সাথে তালে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। আর এই প্রযুক্তির সাথে তালে তাল মিলিয়ে চলার প্রধান হাতিয়ার হল কম্পিউটার ও ইন্টারনেট। কেননা এ দু’টি জিনিস ছাড়া আপনি কখনোই যুগের সাথে তালে তাল মিলিতে চলতে পাড়বেন না। দুঃখের হলেও সত্যি এই যে, আমাদের দেশের অনেক প্রবাসী ভাই-বোনেরা তারা এই প্রযুক্তির দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে। আর এর প্রধান কারন তারা কম্পিউটার বা ইন্টারনেট সম্পর্কে অতোটা অভিজ্ঞ নয় বা ব্যবহার করতে পারে না। যেটি তাদের সাথে সাথে আমাদের জন্যও একটি কষ্টের ব্যপার। কেননা ওরাও চায় আমাদের মতো যুগের সাথে তালে তাল মিলিয়ে চলতে কিন্তু বর্তমান এই ব্যস্ততম জীবনে কেউ তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না। আর ওঁরাও এই জিনিস গুলো শেখার জন্য পরিপূর্ণ কোন গাইড পাচ্ছে না, বলে শিখতেও পারছে না। আবার ওদের মধ্যে অনেকে রয়েছে ক্লাস ৮/৯ পর্যন্ত পড়ালেখা করেছে বলে অনেকে ইংরেজি ভালো বলতে পারে না, আর এসব নিয়ে ওদের মনে সব সময় একটি ভয় কাজ করে, যে আমিতো ঠিক মতো ইংরেজি পরতে বা বলতে পারিনা তাহলে আমি কম্পিউটার শিখবো কিভাবে ইত্যাদি নানা প্রশ্নের কাছে এবং সেরকম ভাবে কেউ সাহায্য না করায় অবশেষে ওরা হার মানতে বাধ্য হচ্ছে। কিন্তু আমরা চাইলে কিন্তু ওদের জন্য অনেক বড় ধরনের ভুমিকা পালন করতে পারি। হে বন্ধুরা আমিওপারি টিম সেই সব ভাই-বোন দের জন্য এগিয়ে এসেছে। আমিওপারি টিম তাদের জন্য খুব সহজ ভাবে এবং সম্পূর্ণ বাংলায় কম্পিউটার ও ইন্টারনেট এর উপর ধারাবাহিক ভাবে ভিডিও টিউটোরিয়াল বানিয়েছে এবং এটি নিয়ে কাজ করে যাচ্ছে। যার মাধ্যমে যে কেউ আমাদের এই  টিউটোরিয়াল গুলোর মাধ্যমে একা একাই কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে সব কিছুই শিখে নিতে পাড়বে এবং সে ইংরেজি না পারলেও কোন সমস্যা নেই, সে যদি শুধু বাংলা পরতে জানে তাহলেই সে আমাদের এই টিউটোরিয়াল গুলো দেখে একা একাই কম্পিউটার এর অনেক কিছু শিখে নিতে পাড়বে।

তবে এখানে একটি কথা কিন্তু সবার মনে প্রশ্ন আকারে থেকেই যায়? সেটি হচ্ছে আপনি হয়তো বলতে পারেন যে ভাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ ওদের জন্য এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য। কিন্তু আমার মনে একটি প্রশ্ন রয়েছে আর সেটি হল। যারা একবারে নতুন বা কম্পিউটার ব্যবহার করতে পারে না! তারা কিভাবে আমিওপারি সাইট পর্যন্ত আসবে এবং আপনাদের ভিডিও টিউটোরিয়াল গুলো দেখে কম্পিউটার বা ইন্টারনেট সম্পর্কে শিখতে পাড়বে। হে বন্ধরা আপনাদের জন্য আমাদের কাছে এর সেরকম একটি উত্তর রয়েছে। আর সেই উত্তরটি দেওয়ার জন্য আমরা আপনাদের  জন্য একটি ভিডিও বানিয়েছি কাজেই দয়া করে এবং সময় নিয়ে নিচের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমরা আশা করি সেখানে আপনি আপনার এই প্রশ্নের যথার্থ উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ।

[youtube PPJkzs4FuQE?modestbranding=1&rel=0]

আমাদের তৈরি করা কম্পিউটার এর ধারাবাহিক পর্ব গুলোতে যেতে চাইলে এখানে ক্লিক করুণ।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version