• Sun. Dec ১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালিতে প্রবাসীদের বর্তমান অবস্থা তেমন ভালো না!! এ নিয়ে দেখুন একটি ভিডিও

ByLesar

Dec 7, 2013

অনেকেই রয়েছেন ইতালির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন।অনেকেই মনে করেন ইতালিতে একবার যেতে পারলে তাদের জীবনের বিশাল পরিবর্তন আনতে পাড়বেন। অনেকে তাদের পরিচিত যারা ইতালিতে থাকে তাদের মুখের কথা শূনে বিশ্বাস করতে চান না? আর তাদের জন্যই আজকে আমরা একটি ভিডিও প্রতিবেদন তুলে ধরছি। যেখানে ইতালির বিভিন্ন ব্যবসায়ী প্রবাসীদের কাছে জানতে চাওয়া হয়েছে বর্তমানে তারা কেমন আছেন এবং তাদের বর্তমান ব্যবসার দিনকাল কেমন যাচ্ছে। আমরা আশা করি যারা ইতালিতে আসার কথা ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি তাদের এই ভুল ধারণা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। কেমনা ইতালিতে আসতে হলে আপনাদের অনেক টাকা খরচ করে আসতে হয়। কাজেই আসার আগে ভালো করে চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নিবেন। কেননা আপনার জীবন সম্পর্কে আপনাকেই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কথায় আছে ভাবিয়া করিয়ো কাজ, কোরিয়া ভাবিয়ো না। কাজেই সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নিন যাতে করে পরে আপনার সাথে সাথে আপনার পরিবার বর্গকে ফস্তাতে না হয় । কেননা অনেকে আমাদের কাছে মেইল করে জানতে চেয়েছেন এবং অনেকে বলেছেন যে, তারা জেনে শূনেও আসতে চাচ্ছেন!! তাই যারা জেনে শূনেও আসতে চান তাদেরকে আমাদের কিছু বলার নেই। তবে যারা বুদ্ধিমান তারা একটু চিন্তা করে ভেবে দেখুন কি করবেন? আমরা মনে করি আপনি যদি এই টাকা বাংলাদেশে কোন ব্যবসার ক্ষেত্রে কাজে লাগান তাহলেও অনেক ভালো করতে পাড়বেন । যাই হোক আমাদের কাজ আমরা আপনাদের সতর্ক করা এবং ইতালির বর্তমান পরিস্থিতি ও অবস্থা তুলে ধরা। তাই আমরা তুলে ধরলাম এবার আপনি কি করবেন? সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। এই লেখাটি আপনার পরিচিত সবার সাথে শেয়ার করে ইতালিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে সাহায্য করুণ। এবং ইতালি ও ইউরোপের সকল তথ্য ও বর্তমান অবস্থা জানতে আমাদের সাথেই থাকুন আমাদের পরিবারের একজন সদস্য হয়ে। উল্লেখ্য কিছুদিন আগে আমরা ইতালির অবৈধ প্রবাসীরা কিভাবে কষ্টে জীবন যাপন করছে তার একটি ভিডিও তুলে ধরে ছিলাম সেই লেখাটি পরতে চাইলে এখানে ক্লিক করে পরে নিতে পারেন।

[youtube v85cLUWC2g8?modestbranding=1&rel=0 nolink]

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version