• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালির McDonald’s এ কাজের জন্য কর্মী নিয়োগ দিচ্ছে।

ByLesar

Nov 3, 2013

McDonald’s ২০১২ শালের শেষের দিকে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছিলো,যে আগামী ৩ বছরের মধ্যে তারা সম্পূর্ণ ইতালি থেকে প্রায় ৩০০০ হাজারের মতো বিভিন্ন ধরনের কর্মী নিয়োগ দিবে। এবং সেই ঘোষণার পর থেকে তারা এই পর্যন্ত মোট ২৩টি নতুন রেস্টূরেন্ট চালু করেছে সম্পূর্ণ ইতালি জুড়ে। যার মধ্যে ২০১২ তে ৫ টি এবং ২০১৩ তে ১৮ টি উদ্ভদন করা হয় এবং সেই রেস্টূরেন্ট গুলোতে ৬৯০ জন নতুন কর্মী নিয়োগ দিয়েছে।

তবে বর্তমানে নতুন সাঁজে নতুন পদ্ধতিতে কর্মী বাছাই করা শুরু করেছে তারা। চাকরির জন্য দরখাস্ত প্রেরণ করা প্রতিদন্ধিদের ইন্তারভিউ ও বাছায় করে নেওয়ার জন্য চালু করেছে McItalia Job Tour নামক ভ্রাম্যমাণ পদ্ধতি। যেখানে আগে থেকেই প্রতিদন্ধিদের জানিয়ে দেওয়া হবে যব ইন্তারভিউ দেওয়ার স্থান এবং এই বাছাই চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, প্রতিদিন মোট ১০০ জনের ইন্তারভিউ নেওয়া হবে। যারা আগ্রহী তারা তাদের CV সহ বিস্তারিত পূরণ করে www.mcdonalds.it নামক ওয়েবসাইটের মাধ্যমে প্রেরণ করতে হবে। প্রতিদন্ধিদের ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে,কোথায় এবং কিভাবে উপস্থিত থাকতে হবে। কাজেই আপনারা যদি মোটামুটি ভালো ইতালিয়ান বলতে পারেন, এবং McDonald’s এ কাজ করতে আগ্রহী তারা উপরের ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করে চেষ্টা করে দেখতে পারেন।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version