ইতালির নতুন আইন অনুযায়ী এখন থেকে যারা স্পন্সার বা ফ্লুসি জমা দিতে চান তাদের কে স্পন্সার জমা দেওয়ার আগে ইতালির কলোকামেন্ত বা চেন্ত্র পের ইম্পিয়েগো Centro per l’Impiego (যেটাকে বাংলায় কাজ মন্ত্রনালয় বলা যায়) তে গিয়ে স্রমিকের জন্য দরখাস্ত-করিতে-হইবে। যদি তারা আপনার চাহিদা মতো শ্রমিক না দিতে পারে সে ক্ষেত্রে আপনি ইতালির বাইরে থেকে স্পন্সার করার মাধ্যমে শ্রমিক আনার জন্য অ্যাপ্লাই করতে পাড়বেন। যেমন মনে করেন স্পন্সার বা ফ্লুসি ডিক্লেয়ার দেওয়া হল এখন আপনি চান দেশ থেকে আপনার পরিচিত কাউকে নিয়ে আসতে। তো এই ক্ষেত্রে আগের মতো আর করা যাবে না, যে ডিক্লেয়ার দেওয়ার পর আপনি আপনার নামে একটি স্পন্সার জমা দিয়ে দিলেন। এখন আপনাকে এই স্পন্সার জমা দিতে হলে আগে ওদের কাছে গিয়ে জানাতে হবে যে আপনার কাজের জন্য একটি শ্রমিক প্রয়োজন এবং তারা যদি আপনার চাহিদা অনুযায়ী শ্রমিক দিতে না পারে সেক্ষেত্রে আপনি স্পন্সার বা ফ্লুসির জন্য অ্যাপ্লাই করতে পাড়বেন অন্যথায় নয়।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]