Codicefiscale এর মাণে হোল ট্যাক্স কোড বা আলফানিউমেরিক কোড। যা আমাদের সবার কাছেই রয়েছে।যা একটি ট্যাক্স প্রশাসন এবং নাগরিকদের সনাক্ত করতে ব্যবহার করা হয়। এই কার্ড এর নাম্বারের উপর ভিত্তি করে সরকার আপনার সব কিছুর হিসাব রেখে থাকে, যেমনঃ আপনি যখন কোন কাজ করেন সেই কাজ বাবদ আপনার নামে যে ট্যাক্স আসে তা এই নাম্বার এর মাধ্যমে সনাক্ত করা হয়,আপনি যখন ব্যাংকে কোন অ্যাকাউন্ট খুলবেন তখন সেখানে এই নাম্বারের উপর ভিত্তি করে আপনার অ্যাকাউন্ট খুলা হবে, আপনি যখন চিকিৎসা করাতে যাবেন সেখানে তারা আপনাকে এই নাম্বার দিয়ে সনাক্ত করবে এক কথায় সর্ব ক্ষেত্রে এর ব্যবহার হয়ে থাকে। কাজেই আজকে আপনাদের জানাবো এই কার্ড সম্পর্কে বিস্তারিত এবং কি ভাবে নিজে নিজে এই নাম্বার বেড় করা যায়। যেমন মনে করেন আপনি আপনার স্ত্রি কে নিয়ে আসবেন ইটালীতে, তো সে আসার পর আপনি আবেদন করার পরেই যানতে পাড়বেন, এর আগে নয়!!!! কিন্তু আমি আপনাদের এমন একটা উপায় দেখাবো যেখানে আপনি আগে থেকেই জেনে নিতে পাড়বেন। তার আগে দেখে নেই এই কার্ড আগের দিনে কেমন ছিল এবং বর্তমানে কেমন দেখতে।
ইটালীতে 15 aprile 1977 থেকে এই রকম কাগজের কার্ড ব্যবহার করা হতো।
1991 থেকে এই রকম কার্ড ব্যবহার করা হতো।
বর্তমানে এটি ব্যবহার করা হয়।
এবং সর্বশেষ এই কার্ডটি ব্যবহার করা হয়। উল্লেখ্য এটি দিয়ে দুটি কাজ একসাথে হয়, মুলত এটি স্যানিটারি কার্ড কিন্তু এতে Codicefiscale এর কাজও হয়ে যায়।
এবার দেখবো কিভাবে নিজে নিজে এই নাম্বার জেনে নেওয়া যায়।
প্রথমে এখানে ক্লিক করুণ> নিচের ছবির মতো একটা পেজ আসবে।
এখানে আপনার আসল নাম, ডাক নাম, দেশ,জন্মতারিখ ও আপনি মেয়ে না ছেলে সনাক্ত করে নিচে Calcola নামক বাটনে ক্লিক করুণ। তাহলেই পেয়ে যাবেন আপনার Codicefiscale নাম্বার। উল্লেখ্য এটি আপনি কোথাও ব্যবহার করতে পাড়বেন না। এটি শুধু আপনাকে আপনার এই নাম্বারটি কেমন হবে তার সম্পর্কে আগে থেকে একটি ধারণা দিবে মাত্র।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]
thax bro for your helpfull post. আমি যদি এখান থেকে পিডিএফ ফাইল টা ডাউনলোড করি, তাহলে কি আমার এই কার্ড না করলেও কি হবে নাকি কার্ড করতে হবে ?
আপনাকেও ধন্যবাদ। এখানে আপনি শুধু আপনার এই কার্ড নাম্বার সম্পর্কে আগে থেকেই জেনে নিতে পাড়বেন। বা কখনো আপনার প্রয়জনে এই কার্ড সাথে না থাকলে আপনি এখান থেকে জেনে নিতে পাড়বেন। আপনারা যারা ইটালিতে নতুন আসবেন তারা অবশ্যই এই কার্ড এর জন্য অ্যাপ্লাই করে এটি নিয়ে নিবেন।
কিভাবে করব একটু বিস্তারিত বলবেন দয়া করে?
codice fiscale করার জন্য আপনাকে ufficio delle entrate তে জেতে হবে, সেখানে গিয়ে বললেই হবে (দেভো ফারে codice fiscale) তাহলে তারা আপনার এই কার্ড এর ব্যবস্তা করে দিবে.
thank you so much….
Ei card korte koto taka lage?
Er jonno kuno shortho ase naki?
Doya kore janaben ki….
Dear Masun Ahmed… ei card korte kono taka lage na… r e niye amader sait e sob bistarito tottho dewa royeche….dhonnobad