• Tue. Dec ৩, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালির রোম ও পার্শ্ববর্তী এলাকার পবিত্র মাহে রমজান,সেহেরি,ইফতার ও নামাজের সময়সূচী ২০১৮

ByLesar

May 16, 2018

প্রিয় আমিওপারি পাঠক বৃন্দ আশা করা আপনারা সবাই মহান আল্লাহ্‌র অশেষ রহমতে ভালোই আছেন। আজ থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমযান, আর তাই বরাবরের মতো আমিওপারি টিম আপনাদের জন্য ইতালির রোম ও পার্শ্ববর্তী বাসীদের জন্য এই রমজানের সেহেরি,ইফতার ও নামাজের সময়সূচী নিয়ে হাজির হয়েছে। আশা করি আপনারা সবাই এই মাসটিতে সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরের সাহায্যে এগিয়ে আসবেন এবং রোযা রাখার চেষ্টা করবেন। আমরা এখানে আপনাদের সুবিদার্থে সময়সূচী গুলোর ডাউনলোড লিঙ্ক সহ দিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিজ নিজ বাসায় প্রিন্ট করে নিতে পারেন অথবা আপনার মোবাইলে সেভ করে রাখতে পারেন এতে করে আপনি যখন খুশি তখন দেখে নিতে পারবেন।

সময় সূচি ডাউনলোড করতে এখানে ক্লিক করুণ।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *