• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ডেনমার্কে ২০১৫ সালের উচ্চ শিক্ষার জন্য আবেদনের শেষ সময় ১৫ ই মার্চ

ByLesar

Feb 10, 2015

প্রিয় আমিওপারির সম্মানিত পাঠক বৃন্দ আশা করি আপনারা মহান সৃষ্টি কর্তার অশেষ রহমতে সবাই ভালোই আছেন।বন্ধুরা অনেকেই ডেনমার্কে ব্যাচেলর প্রোগ্রাম সম্পর্কে আমাদের কাছে জানতে চেয়েছেন, আর তাদের জন্য আমাদের এই আজকের এই লেখা। দয়া করে সম্পূর্ণ লিখাটা পড়ুন, এরপর প্রশ্ন করুন। অথবা আমাদের টিম এর সাথে যোগাযোগ করুন।

যারা ডেনমার্কে ব্যাচেলর করতে আগ্রহি তাদের করনীয়ঃ
১। ডেনমার্কে ব্যাচেলরে বছরে মাত্র একবার ভর্তি করানো হয়। প্রতি বছর ১৫ মার্চ আবেদন জমা দেওয়ার শেষ সময়।
২। মনে রাখবেনঃ ডেনমার্কে ব্যাচেলর লেভেলের শিক্ষার মাধ্যম হল ডেনিশ ভাষা, তবে কিছু কিছু বিশ্ব বিদ্যালয়ে ইংরেজি মাধ্যমেও করানো হয় কিন্তু সব Subject না।
আপনি যে Subject এ ব্যাচেলরে ভর্তি হতে চান সেই Subject টা কোন বিশ্ব বিদ্যালয়ে English এ করাচ্ছে কিনা তা বিশ্ব বিদ্যালয়গুলোর ওয়েব সাইটে গিয়ে খুজে নিন।
আপনাকে অবশ্যই ইংরেজির দক্ষতা প্রমান করতে হবে, মানে হল IELTS করতে হবে।
IELTS এর ন্যূনতম স্কোরঃ ৬
নিম্নলিখিত বিশ্ববিদ্যালয়গুলোর website থেকে আবেদন সংক্রান্ত সার্বিক তথ্য পাবেন, (এছাড়া আমরা আছি আপনাদের সহযোগিতায়)
Copenhagen University (http://www.ku.dk/english)
Roskilde University (http://www.ruc.dk/en/)
University of Southern Denmark (http://sdu.dk/en/)
Aarhus University (http://www.au.dk/en/)
Alborg University (http://www.en.aau.dk/)
Technical University of Denmark (http://www.dtu.dk/english)
IT University of Copenhagen (http://www.itu.dk/en/)
Copenhagen Business School (http://www.cbs.dk/en)
এছাড়া রয়েছে কিছু প্রাইভেট কলেজ
Niels Brock http://eng.brock.dk/
Metropolitan University College http://www.phmetropol.dk/English
রাজধানী কোপেনহেগেনের বাহিরেও অনেক কলেজ আছে, Google লে সার্চ  করলেই সব ইনফরমেশন পেয়ে যাবেন।
৩। ব্যাচেলরে কোন প্রকারের Scholarship নাই। আপনাকে টিওশন ফি দিয়ে পড়তে হবে।
Average টিওশন ফি ১০০০০ ( দশ হাজার )ইউরো প্রতি বছর। তবে Subject অনুযায়ী পরিমাণ কিছুটা কম বেশি হতে পারে। আপনার পছন্দের Subject এর টিওশন ফি কত তা বিশ্ব বিদ্যালয়গুলোর ওয়েব সাইটে পাবেন।
Student দের জন্য মাসে ৮০ ঘণ্টা কাজের অনুমতি রয়েছে।
৪। কিভাবে আবেদন করবেন তার বিস্তারিত জানতে উপরের ভার্সিটির ঠিকানা থেকে জেনে নিন। আর যদি না পারেন? তাহলে আমাদের টিম এর সাথে যোগাযোগ করে জেনে নিতে পারেন। তবে এই ক্ষেত্রে
 আপনাদের অবশ্যই আমাদের ইতালির রোম ( চেন্তেচেল্লে) তথা আমাদের প্রধান কার্যালয়ে যোগাযোগ করতে হবে স্ক্যাপই এর মাধ্যমে। আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আর যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন। তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *