• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালিস্থ রোম বাংলাদেশ দূতাবাসের অবহেলার কারনে জানাজা ছাড়া বেওয়ারিস লাশ হিসেবে প্রবাসির দাফন।

ByLesar

Oct 18, 2014

শাইরা হোসেন রানীঃ ইতালির নগরী রোম প্রবাসী “আনোয়ার হোসেন” দীর্ঘদিন ধরে রোগব্যাধিতে আক্রান্ত হয়ে স্থানীয় হাঁসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৯ শে সেপ্টেম্বর ২০১৪ শেষ নিঃশ্বাস ত্যাগ করলে।হাঁসপাতাল করতিপক্ষ নিকট আত্মীয়ের সন্ধানে ব্যর্থ হয়ে ইতালিস্থ রোম বাংলাদেশ দূতাবাসের শরণাপন্ন হয়।কর্তব্যরত ডাক্তারের ভাষ্য অনুযায়ী অনেকেকবার ফোনে যোগাযোগ করতে ব্যর্থ হলে ফাক্স এর মাধ্যমে তারা দূতাবাসকে লাশের ব্যাপারে অবহিত করে। অতপর তিন কার্যদিবস অতিক্রম হলে” হাঁসপাতাল করতিপক্ষ স্থানীও কাউন্সিলের নিকট লাশ হস্তান্তর করে। এবং নিয়ম অনুযায়ী কাউন্সিল বেওয়ারিস লাশ হিসেবে জানাজা ছাড়াই দাফন কার্য্যনির্বাহি করেন।ঘটনার কিছুদিন পর বাংলাদেশি কমিউনিটির নেত্রীবর্গ মৃত্যুর সংবাদ পেয়ে হাঁসপাতালে গেলে করতিপক্ষ প্রমান সাপেক্ষে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন প্রবাসী বাংলাদেশিদের কাছে। বিস্তারিত দেখুন নিচের ভিডিওটিতেঃ

[youtube m0Ozh-aPWKs?modestbranding=1&rel=0 nolink]

যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন।তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *