• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

সুইজারল্যান্ডে স্কলারশিপ : মাসে পাবেন ১লাখ ৩২হাজার টাকা।২৮ নভেম্বর ২০১৪ এর মধ্যে আবেদন করতে হবে।

ByLesar

Oct 12, 2014

যুবরাজ শাহাদাতঃ বর্তমান সময়ের শিক্ষার্থীরা সবাই চায় নিজেকে উন্নত ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে। তবে উন্নত বিশ্বে স্নাতক স্তরের লেখাপড়া অত্যন্ত ব্যয়সাপেক্ষ। সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের পক্ষে এর ব্যয়ভার বহন করা প্রায় অসম্ভব।

এ অসম্ভবকে সম্ভব করতে এবার ইউনিভার্সিটি অব বার্ন দিচ্ছে সুবর্ণ সুযোগ। তারা বিদেশী ও মেধাবী শিক্ষার্থীদের দেবে স্কলারশিপ।[sociallocker]

সুইজারল্যান্ডের রাজধানী বার্ন। অপরূপ সৌন্দর্যের একটি দেশ। বিশ্ববিদ্যালয়টি রাজধানী বার্নের নামেই বিশ্ববিদ্যালয়টির নামকরণ।

বিশ্ববিদ্যালয়টি দেখলে চোখ জুড়িয়ে যাবে শিক্ষার্থীদের। মনোরম শিক্ষার পরিবেশ। মেধা চর্চার সকল সুযোগই রয়েছে এখানে।

প্রতিষ্ঠানটির প্রদত্ত স্কলারশিপের অধীনে করা যাবে মাস্টার্স ডিগ্রি কোর্স। আপনার সহপাঠী হবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মেধাবী শিক্ষার্থীরা।

পাঠ্য বিভাগ : তারা আপনাকে দিবে উন্মুক্ত জ্ঞান চর্চার সুযোগ।

স্কলারশিপের সংখ্যা : অনির্ধারিত

যা পাবেন : প্রতি মাসে বৃত্তি হিসেবে পাবেন ১ লাখ ৩২ হাজার টাকা। দিতে হবেনা কোন টিউশন ও পরীক্ষা ফি।

শর্ত : ইংরেজিতে দক্ষ হতে হবে, সুইজারল্যান্ডের নাগরিক হওয়া যাবে না, সে দেশের বিশ্ববিদ্যালয় থেকে কোনো ধরণের সার্টিফিকেটধারি হওয়া যাবে না। অনার্স যে বিষয়ে পড়েছেন মাস্টার্স সে বিষয়েই পড়তে হবে, গত ৫ বছরের মধ্যে সম্পন্ন করা অনার্সের সার্টিফিকেট লাগবে।

ডেডলাইন : ২৮ নভেম্বর ২০১৪ এর মধ্যে আবেদন করতে হবে। অন্যথায় ফসকে যাবে এ সুবর্ণ সুযোগ

অফিসিয়াল লিঙ্ক :http://www.int.unibe.ch/content/incoming/master_grant/index_eng.html

আর যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন।তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ। [/sociallocker]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *