প্রিয় সম্মানিত পাঠক,প্রত্যাশা হৃদয়ের গহীন থেকে সুস্থ এবং সুন্দর আছেন আপনারা।আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে,আমিওপারি পরিবার আপনাদের জন্য
ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স এর উপর পূর্ণাঙ্গ ধারাবাহিক একটি প্রশিক্ষণ কর্মশালা করাতে যাচ্ছে। যার মাধ্যমে আপনারা যারা ইতালি কিংবা ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করছেন তারা খুব সহজে ইউরোপের ট্রাফিক সিগন্যাল ও আইন গুলো সম্পর্কে পরিপূর্ণ একটি ধারণা অর্জন করতে পারবেন।আমাদের মূল লক্ষ্য যাতে করে আপনারা সবাই ইউরোপের বিভিন্ন ট্রাফিক আইন সম্পর্কে জেনে নিজের ও অন্যের সাহায্যে এগিয়ে আসতে পারেন। এবং আমরা আশাবাদী আমাদের এই পর্ব গুলো যথাযথ অনুসরণ করে আপনার ইতালিয়ান বা ইউরোপের ড্রাইভিং লাইসেন্স পেতে অগ্রণী ভূমিকা রাখবে। এবং আমাদের টিম চেষ্টা করবে খুব সহজ ও প্রথম থেকে শেষ পর্যন্ত প্রয়োজনে বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে আপনাদের কাছে অনেক কঠিন ও গুরুত্বপূর্ণ বিষয় গুলো সহজ করে তুলে ধরার। যাতে করে সকল শ্রেণীর ভাই ও বোনেরা এর সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে পারেন।
যারা এই সিরিজের আগের পর্বটি পড়েন নি? তারা এখানে ক্লিক করে পড়ে নিতে পারেন।
যেহেতু এটি আমাদের ধারাবিহিক মেগা টিউটোরিয়াল তাই আমরা আমাদের ১ম পরিচ্ছেদ এর কয়েকটি পর্ব আলাদা আলাদা করে প্রকাশ করবো। আর আমাদের প্রথম পরিচ্ছেদে থাকবেঃ
- সাধারণ নিয়ম অনুসারে রাস্তা ও মোটরযানের শ্রেণীবিভাগ
- ইতালির বিভিন্ন রাস্তা এবং ট্রাফিক বিবরন
- মোটর গাড়ির শ্রেণীবিভাগ
বন্ধুগন আমরা ইতিমধ্যে আমাদের গত পর্বে “সাধারণ নিয়ম অনুসারে রাস্তা ও মোটরযানের শ্রেণীবিভাগ” তথা ইতালির বিভিন্ন সড়ক ও রাস্তা সম্পর্কে ধারণা নিয়েছি। কাজেই আমাদের আজকের পর্বে থাকবে? “ইতালির বিভিন্ন রাস্তা এবং ট্রাফিক বিবরন” নিয়ে বিস্তারিত।
* CORSIA SPECIALIZZATA বিশেষ ধরনের রাস্তা (Special Lane) : হাইওয়ে বা সেমিহাইওয়ের মধ্যে প্রবেশ (Accelerazione) এবং বের (Decelerazione) হবার জন্য যে রাস্তা ব্যবহৃত হয়, তাকে CORSIA SPECIALIZZATA বলে। CORSIA SPECIALIZZATA তে ইউটার্ন নেওয়া, ক্রসিং করা বা ওভারটেক করা সম্পূর্ন নিষিদ্ধি।
প্রিয় পাঠক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন আমাদের পরিবারের একজন সদস্য হয়ে।
এই সিরিজের গত পর্বে যেতে এখানে ক্লিক করুণ এবং
এই সিরিজের পরবর্তী পর্বে যেতে এখানে ক্লিক করুণ।
প্রকাশ থাকে যেঃ পথ চলে সবাই কিন্তু পথ দেখায় কেউ কেউ,আর এ সরল ও মসৃণ পথটির যে প্রতিকৃত বা পথদ্রস্টা তিনি“শেখ মহিতুর রাহমান বাবলু” প্রবাসী যে ক’জন সফল বাংলাদেশী সোনার বাংলা কে উচ্ছালোকে তুলে ধরেছেন স্বমহিমায় তাদের মধ্যে তিনি অন্নতম। আমিওপারি আপনাদের জন্য আজ ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স এ,বি এর উপর যে টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছে তার সম্পূর্ণ কৃতিত্ব তার।“শেখ মহিতুর রাহমান বাবলু” তিনিই প্রথম ইতালিতে প্রবাসী বাংলাদেশীদের জন্য ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স এ,বি নিয়ে একটি পুরনাঙ্গ বই প্রকাশ করেন। যে কারনে আমরা সমগ্র প্রবাসীবাঙ্গালী তার কাছে বিনয়াবনত। কেননা আজ আমিওপারি পরিবার তার আলোকিত সৃষ্টি ও সংগ্রামী অনুপ্রেরনার উপর ভিত্তি করেই আপনাদের মাঝে এই লেখা নিয়ে হাজির হতে পেরেছে।যাতে করে আপনারা যারা ইতালি ও ইউরোপ প্রবাসী তারা আমাদের এই উদ্যোগের মাধ্যমে ট্রাফিক আইন গুলো সম্পর্কে সাধারণ ধারণা অর্জন করতে পারেন। লেখক সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করে জেনে নিতে পারবেন।
আর যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন। তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।
Dear concern,
Take my Salam. Hope will be fine and happy. I am from Messina, Italy. now a days I am planning to do make a driving licence. For that i need this book. your kind referral that,, how I can get this book ?.
I would be grateful.
thanks