প্রিয় আমিওপারির সম্মানিত পাঠক বৃন্দ আশা করি মহান সৃষ্টি কর্তার অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। বরাবরের মতো আমিওপারি টিম আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির। আমরা যারা ইতালি প্রবাসী তারা ইতিমধ্যে হাড়ে হাড়ে বুঝতে পারছি বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব কিভাবে ইতালিকে প্রভাবিত করছে। আর তাই বর্তমানে ইতালিতে অনেকের কাগজ থাকা সত্ত্বেও কাজ খুঁজে পাচ্ছেন না। তবে একেবারেই যে কাজ পাওয়া যাচ্ছেনা সেই কথাও পরিপূর্ণ সত্য নয় কিন্তু হ্যাঁ… একটি বিষয় আমাদের সকলকে স্বীকার করতে হবে যে, বর্তমানে ইতালিতে কাজ পাওয়া গেলেও আগের মতো আর সেই বেতন নেই। এখন মালিক পক্ষ সর্বদা তার প্রতিষ্ঠানে কোন কর্মী নিয়োগ করার আগে বেতন ও কর্মচারী বাবদ কি পরিমান খরচ হবে সেই বিষয়ে হাজার বার চিন্তা করেই কর্মী নিয়োগ গিয়ে থাকে। আর তাই প্রতিটি মালিক এর কাছে বর্তমানে ১৮ থেকে ২৫ বছর বয়সের কর্মীদের চাহিদা অনেক বেশি, কারন এদের দিয়ে বেশি কাজ করানো যায় এবং ট্যাক্সও অনেক কম পরিশোধ করতে হয়। কিন্তু এখানেও কিন্তু একটি কথা রয়েই যায়।[sociallocker]
যে আপনার পর্যাপ্ত পরিমান জানাশোনা যা থাকলে কিন্তু আপনার বয়স ১৮ থেকে ২৫ হলেও আপনি কাজ খুঁজে পাবেন না।
যাক আমাদের টিম আপনাদের জন্য ইতালিয়ান কিছু কাজের এজেন্সির ও অনলাইন নির্ভরযোগ্য কিছু সাইটের মালিক পক্ষের সাথে চুক্তি করতে সার্থক হয়েছে। এবং এর দ্বারা আপনারা আমাদের মাধ্যমে ইতালিতে বিভিন্ন কাজে সুযোগ পাবেন। কারন ইতালি ও ইউরোপ একমাত্র আমরাই সম্পূর্ণ ভিন্ন ও নতুন পদ্ধতিতে ইতালি ও ইউরোপ প্রবাসীদের সকল সমস্যা ও তার সমাধান নিয়ে কাজ করে আসছি। আর তাই আমরা এসব নাম করা এজেন্সির সাথে একটি সুসম্পর্ক তৈরি করতে সার্থক হয়েছি। এবং ওদের কাছ থেকেই আমাদের টিম জানতে পারে যে ইতালিতে বর্তমানে ৮০% মালিক পক্ষ ১৮ থেকে ২৫ বছরের কর্মীদের কাজে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আগ্রহী(উল্লেখ্য সাধারণ ক্যাটাগরির কাজ) ।কাজেই যাদের ইতালিয়ান কাগজ রয়েছে এবং বয়স ১৮ থেকে ২৫ এর মধ্যে এবং কাজ খুঁজে পাচ্ছেন না? তারা কাজ সংক্রান্ত সাহায্যের জন্যে আমাদের টিম এর সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আর যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন। তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ। [/sociallocker]