• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ফ্রান্সের আঙ্গুর চাষ প্রকল্পে বাংলাদেশীদের কর্মসংস্থানের সম্ভাবনা

ByLesar

Sep 18, 2014

লুতফর রাহমান বাবু ফ্রান্সঃ ইতালির মতো ফ্রান্সেও রয়েছে কৃষি কাজের ব্যাপক চাহিদা।তবে মৌসুমে কাজের জন্য ফ্রান্সে আঙ্গুর চাষের উপর বাংলাদেশীদের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বৃহত্তর সিলেটের কুলাউড়ার বাংলাদেশী এক প্রবাসী জনাব মোহাম্মদ আলী মতিন ফ্রান্সে আঙ্গুল বাগানে কাজ করে আসছেন এবং সে তার সাথে সাথে অনেক বাংলাদেশীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে যাচ্ছেন। উল্লেখ্য ইতালি, ফ্রান্স তথা সমগ্র ইউরোপে বাংলাদেশী শ্রমিকদের কাজের প্রশংসা রয়েছে। আর তাই বিভিন্ন মালিক করতিপক্ষ চায় অন্যান্য দেশের নাগরিকদের পরিবর্তে বাংলাদেশী শ্রমিকদের কাজে সুযোগ দিতে। বন্ধুরা এই সম্পর্কে বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুনঃ

[youtube 7NDc3xizu4A?modestbranding=1&rel=0 nolink]

যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন।তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

২ thoughts on “ফ্রান্সের আঙ্গুর চাষ প্রকল্পে বাংলাদেশীদের কর্মসংস্থানের সম্ভাবনা”
  1. Mohammed ali motin vai ke ki vabe pabo ? ami ফ্রান্সে jete chai amake help koren please

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *