প্রিয় আমিওপারির সম্মানিত পাঠক বৃন্দ আশা করি মহান সৃষ্টি কর্তার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় Australia নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশের পাসপোর্ট ধারী এবং বিশেষ করে যারা ইতালিয়ান পাসপোর্ট পেয়েছেন তারা এখন ইতালি ছেড়ে Australia, New Zealand সহ ইত্যাদি উন্নত দেশে পারি জমানোর কথা ভাবছেন। উল্লেখ্য লন্ডনে মাইগ্রান্ত দের উপর আইন দিনে দিনে কঠোর করায় অনেকেই এখন লন্ডনে যাওয়ার কথা মাথা থেকে ঝেড়ে ফেলছেন। আবার আরেকটি বিষয় রয়েছে, যেমন অনেকে পরিপূর্ণ তথ্য না জানার কারনে ইতালিয়ান পাসপোর্ট পাওয়ার পর পরি বাধ্য হয়েই লন্ডনে পারি জমাচ্ছেন। কেননা সেখানে ইতিমধ্যে তাদের পরিচিতদের যেতে দেখেছেন, এবং তাদের কাছ থেকে সামান্য কিছু তথ্য নিয়ে বুঝে না বুঝে সেও অন্ধ বিশ্বাসে পারি জমাচ্ছে লন্ডনে। তবে দুঃখের হলেও সত্য যে আসলে লন্ডন এখন আর আগের মতো নেই। আমাদের জানা মতে অনেক ইতালিয়ান পাসপোর্ট ধারী বাঙ্গালিকে দেখেছি তারা ইতালিতে পাসপোর্ট পাওয়ার পর তাদের বন্ধুদের উপর ভরসা করে ইতালিতে ভালো জব এবং নিজের নামে কেনা বাড়ি পর্যন্ত বিক্রি করে পারি জমিয়েছে লন্ডনে এবং সেখানে গিয়ে দেখতে পেয়েছে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। এবং যখন বুঝতে পেরেছে তখন অনেক দেরি হয়ে গিয়েছে, তখন তাদের আর কিছু করার ছিল না।
আসলে এখানে বিষয়টি হচ্ছে অনেকটি এরকম। যেমনঃ যে ভদ্রলোক ইতালিতে তার সব কিছু ছেড়ে পরিবার নিয়ে লন্ডনে পারি জমিয়েছিলো? সে কিন্তু যাওয়ার আগে তার আগে যে বন্ধুর পরিবার সেখানে গিয়েছে!! তাদের সাথে অনেক বার যোগাযোগ করেছে এমন কি লন্ডনে সরাসরি গিয়ে ২ এক দিন বন্ধুর বাসায় থেকেও এসেছে। আর তাই সেও অন্য কিছু চিন্তা না করে লন্ডনে পারি জমায়। কিন্তু যখনি সে ইতালির সব লেনদেন গুটিয়ে লন্ডনে স্থায়ী ভাবে যায়!! এবং যাওয়ার কয়েকদিন পর পরি সে বুঝতে পারে লন্ডনে তার বন্ধুর বাস্তব অবস্থা?? যেটা সে কখনো ভাবতেও পারেনি। এবং মনে মনে আফসোস করা ও বন্ধুর উপর রাগ করা ছাড়া তার আর কিছুই করার থাকেনা!! কেননা তার বন্ধু যখন ইতালি থেকে স্থায়ী ভাবে লন্ডন পারি জমায়, তখন তার সাথেও সেই একি ঘটনা ঘটেছিলো, এবং তার বন্ধু মনে মনে প্রতিজ্ঞা করে যে… আমর একার যখন ল্যাজ কাটা গিয়েছে তাহলে আমি ধীরে ধীরে ইতালিতে আমার বন্ধুবান্ধব বা পরিচিত যারা রয়েছে পাসপোর্ট পেয়েছে বা পেতে যাচ্ছে!! তাদের কেও আমার মতো মিথ্যে লোভ দেখিয়ে ওদের ল্যাজ কাটাবো। এই হচ্ছে বর্তমানে ইতালি থেকে লন্ডনে যাওয়া বাঙ্গালী প্রবাসীদের অবস্থা। কাজেই আপনিও ইতালি থেকে লন্ডন যাওয়ার আগে এই বিষয় গুলো ভালো করে পরখ করে নিবেন। কেননা এই বিষয় গুলো আপনার কোন বন্ধু আপনাকে নাও বলতে পারে। কাজেই আপনার জীবন আপনাকে ভালো করে জেনে শুনে সিন্ধান্ত নিতে হবে।
যাই হোক কাজের প্রসঙ্গে আসি। যেহেতু লন্ডনের অবস্থা তেমন ভালোনা তাই আমরা আপনাদের বলবো Australia, New Zealand, Canada ইত্যাদি উন্নত দেশ গুলোতে চেষ্টা করার জন্য। কেননা এসব দেশে এখনো আমাদের দেশের বাংলাদেশীদের সংখ্যা অনেক কম এবং এসব দেশের জীবন যাপনের মান অনেক অনেক উন্নত। আপনাদের জন্য আমিওপারির অভিজ্ঞ বিশেষ টিম তাদের অনুসন্ধান ও দীর্ঘ অভিজ্ঞটা থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবে যা আপনাদের অনেক উপকারে আসবে। আমাদের মধ্যে যারা অস্ট্রেলিয়া নিয়ে ভাবছেন তাদের বলছি? আপনি জানেন অস্ট্রেলিয়ার জব ভিসার মধ্যে কি কি ধরণের কাজের চাহিদা বেশি? বা কোন ধরণের কাজ জানা থাকলে আপনার ৯০% অস্ট্রেলিয়ান জব ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে?
হুম আমরা জানি আপনাদের মধ্যে ৯৮% এই বিষয়টি জানেন না। আর তাই আমাদের টিম অনেক সময় ব্যয় করে এবং অনেক কষ্ট করে আপনাদের জন্য একটি লিস্ট তৈরি করেছে। যার মধ্যে কাজের বিষয় নিয়ে বর্ণনা রয়েছে। এবং আপনি যদি এই কাজের উপর অস্ট্রেলিয়ার জব ভিসার জন্য আবেদন করেন তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা ৯০% তাহলে বন্ধুরা আর দেরি কেনো? আসুন দেখে নেই সেই লিস্ট।
যারা নিন্মের পেশায় বা কাজের উপর ভালো দক্ষতা রয়েছে তারা অস্ট্রেলিয়ার জব ভিসার জন্য আবেদন করে দেখতে পারেন।[sociallocker]
Occupations | Codes |
Airconditioning and Mechanical Services Plumber | 334112 |
Airconditioning and Refrigeration Mechanic | 342111 |
Aircraft Maintenance Engineer (Avionics) | 323111 |
Aircraft Maintenance Engineer (Mechanical) | 323112 |
Aircraft Maintenance Engineer (Structures) | 323113 |
Apparel Cutter | 393211 |
Arborist | 362212 |
Automotive Electrician | 321111 |
Baker | 351111 |
Blacksmith | 322111 |
Boat Builder and Repairer | 399111 |
Bricklayer | 331111 |
Broadcast Transmitter Operator | 399511 |
Business Machine Mechanic | 342311 |
Cabinetmaker | 394111 |
Cabler (Data and Telecommunications) | 342411 |
Camera Operator (Film, Television or Video) | 399512 |
Canvas Goods Fabricator | 393111 |
Carpenter | 331212 |
Carpenter and Joiner | 331211 |
Chef (not Fast Food) | 351311 |
Chemical Plant Operator | 399211 |
Child Care Centre Manager | 134111 |
Clothing Patternmaker | 393212 |
Communications Operator | 342312 |
Cook (not Fast Food) | 351411 |
Dental Prosthetist | 411212 |
Dental Technician | 411213 |
Diesel Motor Mechanic | 321212 |
Drainer | 334113 |
Dressmaker or Tailor | 393213 |
Driller | 712211 |
Electrical Linesworker | 342211 |
Electrician (General) | 341111 |
Electrician (Special Class) | 341112 |
Electronic Equipment Trades Worker | 342313 |
Electronic Instrument Trades Worker (General) | 342314 |
Electronic Instrument Trades Worker (Special Class) | 342315 |
Electroplater | 322112 |
Engineering Patternmaker | 323411 |
Engraver | 323311 |
Farrier | 322113 |
Fibrous Plasterer | 333211 |
Fire Protection Equipment Technician | 399918 |
Fitter (General) | 323211 |
Fitter and Turner | 323212 |
Fitter-Welder | 323213 |
Floor Finisher | 332111 |
Florist | 362111 |
Furniture Finisher | 394211 |
Gallery or Museum Technician | 399311 |
Gardener (General) | 362211 |
Gas or Petroleum Operator | 399212 |
Gasfitter | 334114 |
Glazier | 333111 |
Graphic Pre-press Trades Worker | 392211 |
Greenkeeper | 362311 |
Gunsmith | 323312 |
Hairdresser | 391111 |
Hardware Technician | 313111 |
Horse Trainer | 361112 |
ICT Customer Support Officer | 313112 |
ICT Support Technicians nec | 313199 |
Jeweller | 399411 |
Jockey | 452413 |
Joiner | 331213 |
Landscape Gardener | 362213 |
Leather Goods Maker | 393112 |
Lift Mechanic | 341113 |
Light Technician | 399513 |
Locksmith | 323313 |
Make Up Artist | 399514 |
Mechanical Engineering Technician | 312512 |
Metal Casting Trades Worker | 322114 |
Metal Fabricator | 322311 |
Metal Fitters and Machinists nec | 323299 |
Metal Machinist (First Class) | 323214 |
Metal Polisher | 322115 |
Motor Mechanic (General) | 321211 |
Motorcycle Mechanic | 321213 |
Musical Instrument Maker or Repairer | 399515 |
Nurseryperson | 362411 |
Optical Dispenser | 399913 |
Optical Mechanic | 399914 |
Painting trades workers | 332211 |
Panelbeater | 324111 |
Pastrycook | 351112 |
Picture Framer | 394212 |
Plastics Technician | 399916 |
Plumber (General) | 334111 |
Power Generation Plant Operator | 399213 |
Precision Instrument Maker and Repairer | 323314 |
Pressure Welder | 322312 |
Print Finisher | 392111 |
Printing Machinist | 392311 |
Roof plumber | 334115 |
Roof Tiler | 333311 |
Sail Maker | 393113 |
Saw Maker and Repairer | 323315 |
Screen Printer | 392112 |
Sheetmetal Trades Worker | 322211 |
Shipwright | 399112 |
Shoemaker | 393114 |
Signwriter | 399611 |
Small Engine Mechanic | 321214 |
Small Offset Printer | 392312 |
Solid Plasterer | 333212 |
Sound Technician | 399516 |
Stonemason | 331112 |
Technical Cable Jointer | 342212 |
Technicians and Trades Workers nec | 399999 |
Telecommunications Cable Jointer | 342412 |
Telecommunications Linesworker | 342413 |
Telecommunications Technician | 342414 |
Television Equipment Operator | 399517 |
Textile, Clothing and Footwear Mechanic | 323215 |
Toolmaker | 323412 |
Upholsterer | 393311 |
Vehicle Body Builder | 324211 |
Vehicle Painter | 324311 |
Vehicle Trimmer | 324212 |
Wall and Floor Tiler | 333411 |
Watch and Clock Maker and Repairer | 323316 |
Welder (First Class) | 322313 |
Wood Machinist | 394213 |
Wood Machinists and Other Wood Trades Workers nec | 394299 |
Wood Turner | 394214 |
Wool Classer | 399917 |
উল্লেখ্য উপরের কাজ ছাড়াও আরও হাজারো রকমের কাজের উপর ভিত্তি করে অস্ট্রেলিয়ার জব ভিসার জন্য আবেদন করা যায় কিন্তু সেই সব কাজের চাইতে এখানে দেওয়া কাজের চাহিদাই বেশি অস্ট্রেলিয়াতে । আর একটি বিষয় কিভাবে অস্ট্রেলিয়ার ভিসা পাওয়া যায় বা ইতালিয়ান অথবা ইউরোপের পাসপোর্ট দিয়ে কি অস্ট্রেলিয়া যাওয়া যায়? এ নিয়ে আমিওপারিতে একটি লেখা রয়েছে চাইলে এখানে ক্লিক করে পরে নিতে পারেন।
আবার বাংলাদেশী পাসপোর্ট দিয়ে কিভাবে অস্ট্রেলিয়ান ভিসার জন্য আবেদন করবেন বা কিভাবে কি করতে হবে? এ নিয়েও আমিওপারিতে একটি লেখা রয়েছে চাইলে এখানে ক্লিক করে পরে নিতে পারেন।
বন্ধুরা আজ এ পর্যন্তই আগামীতে দেখা হবে এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমাদের পরিবারের একজন সদস্য হয়ে। যদি কেও অস্ট্রেলিয়া সম্পর্কে আরও ইনফর্মেশন জানতে চান তাহলে সরাসরি আমাদের টিম এর সাথে কথা বলতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আর যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন।তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ। [/sociallocker]
assalamu alaykum priyo lekhok vhya amake jodi Australia er be pare janaten ki ki experience thakle visa pawya sohoj hoy ta hole khub upokar hoto amar
This site is very effective for us. I always try to read this page.please tell me if I go London then can I go scghengen country?
Assalamu Alaikum, prio admin bhai ami Dental Technician.. kivabay Australia Apply korbo plz ekta list diben.tnx
I have been working at Textile Industries , as a AGM (Mechanical).
More 20 years Experience, Qualification is Diploma in Mechanical Engineering , Passing Year 1992. Have any chance please inform me.
Thanks and regards
Mohammed Nurul Abser.
Dear sir ,
How can I get Austrian visa , Please provide me information about visa.
I write my educational qualification and job experience.
B.Com (Hons) M.com (Management) MBA and ICMAB part qualified.
Job experience 7 years in Accounts and Finance.
My cell No — 01712-837842.
i want know about autrilia visa..