• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

জাপান সহ উন্নত বিশ্বে তথ্য প্রযুক্তিতে চাকুরীর সুযোগ

ByLesar

Aug 13, 2014

গ্রাজুয়েট / শেষবর্ষের শিক্ষার্থীদের উন্নত বিশ্বে তথ্য প্রযুক্তিতে চাকুরীর সুযোগ

বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তিতে দক্ষ ও অভিজ্ঞ কর্মীর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেইক্ষেত্রে বাংলাদেশ একটি জনবহুল দেশ হওয়া সত্তেও এখানকার অনেক মেধাবী শিক্ষার্থী সুযোগের অভাবে তাদের যোগ্যতা অনুযায়ী নিজেদের উপস্থাপন করতে ব্যর্থ হচ্ছে এবং বিদেশী কোম্পানি গুলোর চাহিদা অনুযায়ী উন্নত প্রশিক্ষণের এবং সঠিক দিক নির্দেশনার অভাবে মেধাবী শিক্ষার্থীরা কর্মসংস্থানের সুযোগ থেকে ব্যহত হচ্ছে।
বাংলাদেশের অনেক মেধাবী তরুণ শিক্ষার্থী জাভা প্রোগ্রামিং নিয়ে কাজ করতে ইচ্ছুক, কিন্তু যথেষ্ট পরিমান দিক নির্দেশনা এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে জাভা প্রোগ্রামারদের কি পরিমান কাজের চাহিদা তা না জানার কারনে জাভা প্রোগ্রামিং সেক্টর বাংলাদেশে পিছিয়ে আছে।
এই বিষয়টি বিবেচনা করেই বাংলা বিজনেস পার্টনারস (বিবিপি) জাপান এবং ড্যাফোডিল গ্রুপের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ড্যাফোডিল জাপান আইটি লিমিটেড (ডিজেআইটি), আমাদের দেশের গ্রাজুয়েট/শেষবর্ষের শিক্ষার্থীদের “ইন্টারন্যাশনাল প্রফেশনাল জাভা প্রশিক্ষণের “মাধ্যমে জাপান,আমেরিকা, অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়াসহ উন্নত বিশ্বে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষে কাজ করে যাচ্ছে।

যারা অংশগ্রহণ করতে পারবেন:

  •  যেসব শিক্ষার্থী ইতিমধ্যে আইটি বা সমমানে গ্রাজুয়েশন সম্পন্ন করছেন অথবা শেষবর্ষে অধ্যায়নরত।
  • এছাড়াও অন্যান্য বিষয়ে গ্রাজুয়েশন অথবা শেষবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী যারা তথ্য ও প্রযুক্তিতে ক্যারিয়ার গড়তে আগ্রহী তাদের ২ মাস মেয়াদী বেসিক প্রোগ্রামিং কোর্স সম্পন্ন করে এই ট্রেনিং এ অংশগ্রহন করতে পারবেন

বিশ্বের স্বনামধন্য কোম্পানির প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে “ইন্টারন্যাশনাল প্রফেশনাল জাভা” ট্রেনিংটি সাজানো হয়েছে, ট্রেনিং মডিউলে থাকছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সার্ভার সাইড প্রোগ্রামিং.

ট্রেনিং এর সময়সূচী:

সপ্তাহে চার দিন সন্ধা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত

জাপানসহ উন্নত বিশ্বে বেতন ও সুযোগ সুবিধা কেমন হতে পারে?

ক. উন্নত বিশ্বে আপনি আপনার যোগ্যতা ও কর্ম দক্ষতার উপর ভিত্তি করে সর্বনিন্ম প্রতি মাসে ৩,০০,০০০ থেকে ৬,০০,০০০ লক্ষ টাকা পর্যন্ত বেতন দিয়ে থাকে এবং আপনার কর্ম দক্ষতার উপর ভিত্তি করে বেতন বেড়ে ১০,০০০০ লক্ষ পর্যন্ত হতে পারে।
খ. বিভিন্ন দেশের কোম্পানির নিজস্ব পলিসি অনুযায়ী আপনার চাকুরীর দক্ষতার উপর ভিত্তি করে আপনার থাকা- খাওয়া সহ যাবতীয় সুযোগ সুবিধা দিয়ে থাকে।

চাকুরীর ক্ষেত্রে ডিজেআইটি যেভাবে সহযোগিতা করবে:

  • জাপানসহ উন্নত বিশ্বের স্বনামধন্য কোম্পানিতে সরাসরি ইন্টারভিউয়ের ব্যবস্থা করা
  • ইন্টারভিউ ট্রেনিং
  • জাপানি ভাষা শিক্ষা
  • ভিসা প্রাপ্তিতে সহায়তা প্রদান

যাদের ইতিমধ্যে  java/ সি ++ এ অভিজ্ঞতা আছে তাদের জন্য:

ড্যাফোডিল জাপান আইটি ও বাংলা বিজনেস পার্টনারস(বিবিপি)জাপান এর সহায়তায়,
জাপানের সনামধন্য আইটি কোম্পানি বাংলাদেশে এই প্রথমবার রিক্রুটিং পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে

যারা অংশগ্রহণ করতে পারবেন :

** গ্রাজুয়েট/শেষবর্ষের অধ্যায়নরত শিক্ষার্থী যাদের জাভা/সি++ এ অভিজ্ঞতা আছে তারা নিচের লিঙ্কটিতে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে:

https://bal-job.com/public/seminar/view/78#Regi

বিস্তারিত জানতে:

  • ড্যাফোডিল জাপান আইটি লিমিটেড (ডিজেআইটি)

  • বিডিবিএল ভবন, ৬ষ্ঠ তলা, ১২ কারওয়ান বাজার, ঢাকা।

  • ফোন : ০১৭১৩৪৯৩২৭৮, ০১৮৫৬৯৯১০১৮, ০১৭১৩৪৯৩২৮২, ০১৭১৩৪৯৩২৯৯.

  • ওয়েব: http://www.djit.ac

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে ‘ড্যাফোডিল আইটি ইন্সটিটিউট’ Sponsored টিউন by  www.amiopari.com | advertising@amiopari.com   কাজেই উপরে দেওয়া ঠিকানা ও এড্রেসে নিজ নিজ দায়িত্তে যোগাযোগ করার অনুরোধ জানানো যাচ্ছে।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

২ thoughts on “জাপান সহ উন্নত বিশ্বে তথ্য প্রযুক্তিতে চাকুরীর সুযোগ”
  1. Lesar Vaia.Apnar jobs related post golor jonno apnak osonko Thanks.bes kiso post e apni GRAJUATE kotati likesen,ami jante saise je Grajuate er moddo 1ta Degree(pass),r ekta Honours.apni ki Grajuate bolte sodo HONORS k bojeisen.naki Degree,honrs 2tie?

    1. Bro eta normal etki bisoy graduate with honors er ekti r ektir sathe jorito mane keu keu normal graduate complete kore abar valo student er GPA thake usually 70% or more asa kori apnake bujhate perechi…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *