আজকে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব যার মাধ্যমে আপনারা একটা এন্ড্রয়েড ফোনে একইসাথে ২ টা Whatsapp ID চালাতে পারবেন। আমরা সবাই জানি যে সাধারণত একটা ফোনে শুধুমাত্র একটা Whatsapp ID চালানো যায় কিন্তু আমরা ইচ্ছা করলেই একইসাথে ২টা Whatsapp ID চালাতে পারব। কথা না বাড়িয়ে চলুন কাজে নেমে পড়িঃ
১. প্রথমে এখান থেকে OGWhatsapp টা ডাউনলোড করে নিন।
২. এবার মূল whatsapp এর সবকিছু Backup নিন যেন কোন কিছু হারিয়ে না যায়।
৩. Whatsapp Uninstall করুন।
৪. SD card/Whatsapp এই ফোল্ডারটা রিনেইম করুন SD card/OGWhatsapp এ।
৫. এবার OGWhatsapp ইন্সটল দিন।
৬. আগের নাম্বার মানে প্রথম নাম্বার দিয়ে ঠিকঠাক সেটাপ দিন। ওকে এভাবে আমাদের একটা আই,ডি এর কাজ হয়ে গেল।
এবার আসি দ্বিতীয় আই,ডি টি কিভাবে ইন্সটল করবো সেই ব্যাপারে।
১. এখন আপনি সরাসরি গুগোল প্লে থেকে অফিসিয়াল Whatsapp Install দিন।
২. নতুন বাঁ আপনার দ্বিতীয় নাম্বার দিয়ে একাউন্ট খুলুন। এবং নিয়ম অনুযায়ী একটিভ করুণ
৩. WELL DONE আপনি ২টা একাউন্টই খুলে ফেলেছেন !!
বন্ধুরা এটি অনেক সহজ পদ্ধতি ছিল তাই screenshot দিয়ে দিয়ে লেখাটি বড় করলাম না। তবে আপনারা যদি বুঝতে না পারেন বাঁ কোন সমস্যা থাকলে আমাকে এখাকে কমেন্ট এর মাধ্যমে জানাতে পারেন, ধন্যবাদ।
আচ্ছা ভাই,
১/ OGWhatsApp টা নতুন নাম্বার দিয়ে খোলা যাবে না?
২/তখন মূল WhatsApp নতুন করে install করার পর আগের নাম্বারটাই দেয়া যাবে?
৩/মূল WhatsApp প্লে স্টোর থেকে ইন্সটল না করে ফোন থেকে ইন্সটল করা যাবে না?
amr what’s app id unstl kre6lm..bt, tr por og whts app instl krlm.. kin2 dekha66e j, dwld new version tbuo hchhe na..r, play store og whts app dye kono app nei..r, ha je vbe a6e thik sei vbebei kre6lm..kndly amr prblm somadhan krrun..