দেওয়ান বজলু (নিউ ইয়র্ক):- গত ২০ শে জুলাই অনলাইন ভিত্তিক বাংলাদেশী টিভি “লাইভ২ ওয়েব.টিভি” র টক্ শো ‘কমিউনিটি আড্ডায়’ নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বর্ণমালার সম্পাদক ও নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব এর প্রাক্তন সভাপতি জনাব মাহফুজুর রহমান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন|তিনি তার অভিজ্ঞতার আলোকে বলেন মানসম্মত ফ্রি পত্রিকা হলে পাঠক রা তা অত্যন্ত ভালো ভাবে গ্রহণ করে, এবং এ সকল পত্রিকা দীর্ঘদিন বাজারে টিকে থাকে, কিছু কিছু অপেশাদার সাংবাদিক নাম দারি লোক মোনাফা লাভের আশায় পত্রিকা বাহির করেন কোনো প্রকার পরিকল্পনা ছাড়া সে সকল পত্রিকাই বেশি দিন টিক তে পারে না শীঘ্রই বাজার থেকে বিলীন হয়ে যায়, তিনি আরও বলেন মিডিয়া ব্যবসায় আসতে হলে তাকে সেবার মনোভাব নিয়ে আসতে হবে, অধিক মোনাফা মিডিয়া ব্যবসায় মোটেই নাই, সেবাটা হতে হবে মূল উদ্দেশ্য| লাইভ২ওয়েব এর “কমিউনিটি আড্ডায়” তিনি যুদ্ধাপরাধীদের বিচার একটি চলমান প্রক্রিয়া বলে উল্লেখ করেন, এবংবাংলাদেশী রাজনীতি একটি সম্মানজনক অবস্থানে দেশ ও জাতির উপকারে আসবে তখনি যখন বাংলদেশ এর প্রকৃত সঠিক ইতিহাস কে মেনে নিয়ে সকল দল জনগনের কল্যানের উদ্দেশ্যে রাজনীতি করবে|
জনাব মাহফুজুর রহমান লাইভ২ওয়েব টিভির সময় উপযোগী অত্যন্ত স্বল্প ব্যায়ে উন্নত আধুনিক টেকনোলজি ব্যবহার করে প্রোগ্রাম পরিচালনা করার জন্য লাইভ২ওয়েব টিভির প্রশংসা করেন এবং এই অনলাইন টিভির সাফল্য কামনা করেন|
মান সম্মত ফ্রি পত্রিকা পাঠকদের নিকট অধিক গ্রহনীয়।
গ্রীসের রাষ্ট্রদূতকে সরাতে দালালদের মরণকামড়, এবার নারী কেলেংকারির নাটক!
বাংলাদেশ কনস্যুলেট নিউ ইয়র্ক এ স্বাধীনতা দিবস পালন।
সবার সহযোগিতা চেয়েছেন নিউইয়র্কে নয়া কনসাল জেনারেল শামীম আহসান
মিশরে আল্লাহু আকবার বলে খ্রিস্টান মেয়েদের রেপ!ভিডিও পাওয়া যাচ্ছে ইন্টারনেটে
অস্ট্রেলিয়ানরা আমাকে বলে উই স্যালুট বাংলাদেশ : হাইকমিশনার ইমতিয়াজ
ওয়াশিংটন ডিসিতে ঐতিহ্যবাহী প্রিয় বাংলা পথমেলা-২০১৫