সুইজারল্যান্ডের জেনেভা থেকে রফিকুল ইসলাম আকাশঃ সুইচ বাংলাদেশী কালচারাল এসোসিয়েশন এর উদ্দ্যোগে ভার্নিয়ার স্কুল হল জেনেভা তে অনুষ্ঠিত হয় বাংলা নববর্ষ -১৪২১ এবং বাংলা পাঠশালার ১ম বছর পূর্তি অনুষ্ঠান। সুইচ বাংলাদেশী কালচারাল এসোসিয়েশন এর সভাপতি রিয়াজুল হক ফরহাদের অনুষ্ঠান পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জনাব ইকবাল হোসেন । অনুষ্ঠানে ধারা বর্ণনায় ছিলেন সরনা হক এবং হোসাইন সাদাত । সংগীত পরিবেশন করেন প্যারিস থেকে আগত স্বরলিপি শিল্পীগোষ্ঠী । স্থানীয় শিল্পীদের মধ্যে গান পরিবেশন করেন রিয়াজুল হক, তনিমা হাদি , জেমি, মিলি, ইতি, মেহনাজ, শরনা, রুমা ও সোহেল খান । মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে ফারহানা হক, প্রাচী ,প্রিয়া ও বাংলা পাঠশালার ছাত্র ছাত্রীবৃন্দ । অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন বাদল মীর, নজরুল মোল্লা, আনোয়ারুল ইসলাম জর্জ, আরিনুল হক, মাহবুবুর রহমান, নুরুল ইসলাম জর্জ , জাবির আহমেদ, মাসুম খান প্রমুখ ।অনুষ্ঠান শেষে রাফেল ড্র ও নৈশ ভোজের আয়োজন করা হয়।
[[ আপনি জানেন কি? আমিওপারি ওয়েব সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা প্রকাশ করার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকেবঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন এখানে ক্লিক করে। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন বিস্তারিতু জানতে এখানে ক্লিক করুণ। ]]