• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

একই সাথে চার্জ হবে ৪০ টি মোবাইল তাও আবার তারহীন উপায়ে!

ByNoyan Abdul

Apr 26, 2014

নয়ান আব্দুল ………দক্ষিণ কোরিয়ার এক দল উদ্ভাবক এমন একটি যন্ত্র উদ্ভাবিত করেছে যার মাধ্যমে একই সঙ্গে ৪০টি মোবাইল ফোন চার্জ দেয়া যাবে তাও আবার তারহীন উপায়ে। এই যন্ত্রটি স্বয়ংক্রিয় ভাবে ৪০টি মোবাইল ফোন চার্জ করতে পারে কোন প্রকার তার ছাড়া।                                                                                             

তবে কি তারযুক্ত চার্জার এর চার্জিং এর দিন কি শেষ? তারহীন চার্জিং ব্যবস্থা কতটুকু নিরাপদ? এমন প্রশ্ন সকলেরই মনে উকি দিচ্ছে কিন্তু তারহীন চার্জিং পদ্ধতি সম্পুর্নই নিরাপদ এমনই দাবী করছে দক্ষিণ কোরিয়ার গবেষকরা। তবে দক্ষিণ কোরিয়ার গবেষকেদের এই চার্জিং ব্যবস্থার উদ্ভাবন যে খুব দ্রুতই ইলেকট্রনিক সামগ্রী চার্জ দেয়ার ক্ষেত্রে তারযুক্ত চার্জার ব্যবহারের দিন শেষ করে দিবে বলে মনে হচ্ছে না। এ ক্ষেত্রে আমার মতে আরও অনেক সময় লাগবে। গবেষকদের বরাতে বুধবার ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদনে আরও জানান হয়েছে তারা পরীক্ষামূলকভাবে তারহীন চার্জিং ব্যবস্থা উদ্ভাবন করার দাবি করেছেন এবং তারা এর সফল পরীক্ষামূলক ব্যবাহারও করেছে!

তারহীন এই চার্জিং ব্যবস্থার নাম দেয়া হয়েছে ‘ডিপোল কয়েল রিজোনেন্ট সিস্টেম’-ডিসিআরএস। ডিসিআরএস প্রযুক্তি পাঁচ মিটার দূরত্বের মধ্যে মুঠোফোনসহ যেকোনো ইলেকট্রনিক যন্ত্র তারের সংযোগ ছাড়াই চার্জ দিতে পারে। এটি এতই শক্তিশালী যে, তা টেলিভিশনের কিংবা কম্পিউটারের শক্তির উৎস হিসেবেও কাজ করতে পারে। কেএআইএসটি এর গবেষকেরা বলছেন, ক্যাফে, অফিস বা বাসায় ডিসিআরএস প্রযুক্তি ব্যবহার করা যাবে। প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে রয়েছে।

‘ডিপোল কয়েল রিজোনেন্ট সিস্টেম’-ডিসিআরএস এর ভাল খারাপ কয়েকটি দিকঃ

  • ভাল দিকঃ বিদ্যুত খরচ কম হবে!
  • খারাপ দিকঃ অনেক ব্যয়বহুল!
  • ভাল দিকঃ ক্যাফে, অফিস বা বাসায় ব্যবহার উপযোগী!
  • খারাপ দিকঃ কিন্তু বিদ্যুৎ চুরি হওয়ার যথেষ্ট সম্ভবনা রয়েছে!
  • ভাল দিকঃ প্রচন্ড শক্তিশালী! তা টেলিভিশনের শক্তির উৎস হিসাবেও ব্যবহার করা সম্ভব!
  • খারাপ দিকঃ নিরাপত্তার ব্যাপারটা নিয়ে এখনও রয়েছে কিছু প্রস্ন!
  • ভাল দিকঃ রেঞ্জ অনেক বেশী!
  • খারাপ দিকঃ আঁকারে বড়!

তবে আমি যদি কখনও এই চার্জার কিনি তবে কিপটামি করমু না সবাইরে ফ্রি ফ্রি মোবাইল চার্জ করতে দিমু! সেই পর্যন্ত কস্ট করে বেঁচে থাকুন এবং নিজের মোবাইল নিজের বাসার বিদ্যুৎ খরচ করেই চার্জ করুন! ধন্যবাদ কস্ট করে পড়ার জন্য আশা করি আবার দেখা হবে খুব দ্রুত!

আমার ফেসবুক লিঙ্ক :https://www.facebook.com/noyanabdul1995?ref=tn_tnmn

Noyan Abdul

আমি এ সাইট এ নতুন এক জন লেখক...............

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *