• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ঘরে বসে ইতালীয়ান ভাষা শেখার সহজ্ উপায় (পর্ব- ২)

ByLesar

Apr 7, 2014

পরম করুনাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রিয় আমিওপারির পাঠকবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন,সেই প্রত্যাশায় বরাবরের মতো আমরা আবারও উপস্থিত আপনাদের জন্য ঘরে বসে ইতালীয় ভাষা শেখার কোর্স এর দ্বিতীয় পর্ব নিয়ে। গত পর্বে আপনাদের সারা পেয়ে আমরা খুবী আনন্দিত। প্রিয় পাঠক আজকে আমাদের আলোচ্য বিষয় ইতালিও গানিতিক সংখ্যার সঠিক উচ্চারণ। আপনাদের সুবিধার্থে আমরা নিচে একটি ছক ও ভিডিও টিউটোরিয়ালটি তুলে ধরলাম। ছক দেখে মুখস্ত করুণ এবং সঠিক ভাবে উচ্চারণের জন্য ভিডিওটি দেখুন।এবার নিচের ভিডিওটি দেখুনঃ

[youtube aqRn1g1ylWo?modestbranding=1&rel=0 nolink]

বন্ধুরা তাহলে আজকের মতো এই পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে আমাদের তৃতীয় পর্বে সেই পর্যন্ত সবাই ভালো খাকুন সুস্থ থাকুন।

এই কোর্স এর প্রথম পর্বে যেতে এখানে ক্লিক করুণ।

এই কোর্স এর তৃতীয় পর্বে যেতে এখানে ক্লিক করুণ।

 

 

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

৭ thoughts on “ঘরে বসে ইতালীয়ান ভাষা শেখার সহজ্ উপায় (পর্ব- ২)”
  1. ধন্যবাদ ভাই, চালিয়ে যান। আপনার পোষ্ট গুলো দেখে ভাষা শিখার আগ্রহ সৃষ্টি হয়েছে।

  2. নিয়মিত আপডেট করলে আরও উপকার হত, প্রথম টিউটোরিয়াল এর পর অনেক বেসি অপেক্ষা করতে হল। আসা করি আরও দ্রুত পাব। আপনার সাথেই আছি।

    1. ভাই রাফি আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানানোর জন্য। তবে আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে যে, প্রবাসের মাটিতে নিজের কাজ করার পর এরকম জনসেবা মূলক কাজ করা কিন্তু সহজ একটি বিষয় নয়। তারপরেও আমরা আপনাদের জন্য চেষ্টা করে যাবো যাতে আমাদের সেবার মান আরো ভালো করা যায়।ভালো থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *