• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ঘরে বসে ইতালীয়ান ভাষা শেখার সহজ্ উপায় (১ম পর্ব)

ByLesar

Mar 29, 2014

পরম করুনাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রিয় আমিওপারির পাঠকবৃন্দ আসসালামু আলাইকুম। আশা নয় বিশ্বাস করি আপনারা সবাই ভালো আছেন,সেই প্রত্যাশায় বরাবরের মতো আমরা আবারও উপস্থিত আপনাদের জন্য ইতালীয় ভাষা শেখার একটি কোর্স নিয়ে সাথে ভিডিও টিয়োটোরিয়াল এবং সম্পূর্ন বাংলা ভাষায়। যারা ইতালীতে নতুন এসেছেন কিংবা যারা সময়ের অভাবে স্কুলে যেতে পারেননা আর গেলেও শিক্ষক ইতালীয়ান হওয়ার কারনে ভালোভাবে বুঝতে পারেননা, তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

তাহলে আমরা জেনে নেই কি থাকছে এবারের ……আয়োজনে? ইতালীয় ভাষার উচ্চারণ বৈষম্য, ইতালীয় বর্ণমালার সঠিক উচ্চারণ। ইংরেজী ভাষায় বর্ণমালা মোট ২৬ টি, আর ইতালীয়ান ভাষায় মাত্র ২১টি অক্ষর। এবার আমরা জেনে নেই কোন পাঁচটি অক্ষর সাধারণত ব্যাবহৃত হয়না J,K,W,X,Y এই অক্ষর গুলো ইতালীয় বর্ণমালায় অন্তর্ভূক্ত না হলেও বিদেশী শব্দের উচ্চারনের প্রয়োজনে ব্যবহৃুত হয়ে থাকে।
আপনাদের যেকোন মতামত অথবা প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের পরবর্তী পর্বে থাকবে আরো নতুন শব্দভান্ডার। নিচে একটি ছক এবং ভিডিও টিউটোরিয়ালটি দেয়া হল। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে আমাদের এ প্রচেষ্টা সার্থক হবে বলে মনে করব।

নিচের ভিডিওটি দেখুনঃ

[youtube UbqNcuvjnSg?modestbranding=1&rel=0 nolink]

এই কোর্স এর দ্বিতীয় পর্বে যেতে এখানে ক্লিক করুণ

এই কোর্স এর তৃতীয় পর্বে যেতে এখানে ক্লিক করুণ

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

৪ thoughts on “ঘরে বসে ইতালীয়ান ভাষা শেখার সহজ্ উপায় (১ম পর্ব)”
  1. পর্ব গুলো প্রতিদিন পোষ্ট করা হোক সাথে অনুশীলন । আমরা ইতালিয়ান প্রবাসীরা অনেক পিছনে আছি এই ভাষা গত সমস্যার জন্য। অনেক অনেক ধন্যবাদ আমিওপারি টিম কে… সত্যি আপনারা অতুলনীয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *