• u. Dec ১২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

নরওয়ের ওসলোতে ফেলানী হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ র‌্যালী

ByLesar

Sep 23, 2013

বাংলাদেশ-ভারত সীমান্তে সাধারণ বাংলাদেশীদের উপর নির্যাতন এবং নিশংস হত্যা কান্ড নতুন কিছু নয় তবে, ২০১১ সালের ৭ জানুয়ারী ভারতীয় সীমান্তরক্ষীর গুলিতে নিহত ১৪ বছরের মেয়ে ফেলানীর কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকার ছবি দেখে দেশে এবং বাইরে বিবেকবান মানুষের হৃদয় বিদীর্ণ হয়েছে। অভিযুক্ত সেই বিএসএফ কনস্টেবল অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করা রায়ের প্রতিক্রিয়ায় বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে তীব্র প্রতিক্রিয়ার ঝড় ওঠেছে আর সেই রায়ের প্রতিবাদে আজ সুচ্চার হয়ে ওঠেছে প্রবাসীরাও।
বাংলাদেশ ন্যাশনাল ক্লাব, অসলো-নরওয়ে গত ১৯ সেপ্টেম্বর দুপুরে প্রতিষ্ঠাতা সভাপতি, গোলাম মোয়াজ্জেম মিলনের নেতৃত্বে ওসলো সেন্ট্রাল ষ্টেশনের সামনে প্রতিবাদ র‌্যালীতে অংশ নেয় প্রবাসী বাংলাদেশী সহ প্রচুর বিভিন্ন দেশী প্রবাসীরা। পরবর্তিতে তারা ন্যয্য বিচার চেয়ে পার্লামেন্ট ভবনে প্রেসিডেন্ট বারার স্বারকলিপি পেশ করেন। নরওয়ের ওসলো থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছে  ইতালী বুরো প্রধান মনিরুজ্জামান মনির
**বাংলাদেশ-ভারত সীমান্তে মানুষ হত্যা শূন্যে আনা হবে, এ কথা অনেকবার উচ্চারিত হলেও বাংলাদেশীদের উপর নির্বিচারে হত্যা, নির্যাতন এখনো চলছে।
ফেলানী হত্যার রায়ে অভিযুক্ত বিএসএফ কনস্টেবল অমিয় ঘোষকে নির্দোষ প্রমাণিত করায় বাংলাদেশ ন্যাশনাল ক্লাব, অসলো-নরওয়ে’র প্রতিবাদ র‌্যালীতে সভাপতি সহ অনেকেই আন্তর্জাতিক মানবাধিকার আইনের মাধ্যমে অভিযুক্ত অমিয় ঘোষের অবিলম্বে সর্বোচ্চ শাস্তি দাবী করেন
এছাড়াও যারা এই সীমান্ত হত্যাষশ চালাচ্ছে সেই সকল মানবধিকার লঙ্ঘনকারী অপরাধীদের চিহ্নিত করে ন্যায় বিচারের আওতায় আনারও দাবী জানান।

[youtube MKVh7_fvqoM?modestbranding=1&rel=0 nolink]
প্রতিবাদ র‌্যালীটি ওসলো সেন্ট্রাল ষ্টেশনের সামনে থেকে দীর্ঘ পথ অতিক্রম করে পার্লামেন্ট ভবনের সামনে অবস্থান করে। এবং পরে প্রেসিন্ডেন্ট বারার স্বারকলিপি পেশ করেন গোলাম মোয়জ্জেম মিলন।
সেদিন কাঁটা তারে ফেলানী শুধু একাই ঝুলেনি; ঝুলেছে বাংলাদেশ। ফেলানীর মত কোন সীমান্তে লাশ ঝুলে থাকা নয় নিশ্চিত করতে হবে হাজার-লক্ষ শিশু স্বাধীন স্বার্ভভৌমত্ব দেশে মুক্ত চিন্তায় বেড়ে ওঠার স্বাধীনতা আর এ দাবী প্রতিটি বাংলাদেশীর। উল্লেখ্য কিছুদিন আগে বাংলাদেশ ন্যাশনাল ক্লাব, অসলো-নরওয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, গোলাম মোয়াজ্জেম মিলন ইতালি সফর করেন,তা নিয়ে আমিওপারিতে একটি লেখা রয়েছে।চাইলে এখানে ক্লিক করে পড়ে নিতে পারেন।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *