• Sun. Dec ১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

আরব আমিরাতে পাসপোর্টের ক্ষেত্রে অনলাইনের ব্যবহার ব্যাপক সাড়া পেয়েছে

ByLesar

Jul 27, 2013

কামরুল হাসান জনি, দুবাই থেকেঃ চলতি মাস থেকে আরব আমিরাতে ডিজিটাল পাসপোর্ট তৈরির ক্ষেত্রে অনলাইন ব্যবহার চালু করেছে বাংলাদেশ দূতাবাস দুবাই শাখা। আর ইতোমধ্যেই তা ব্যাপক সাড়া পেয়েছে। এছাড়া পুরাতন পাসপোর্ট নবায়ন ও ডিজিটাল পাসপোর্ট সম্পর্কিত তথ্যের জন্য চালু করা হয়েছে নতুন ওয়েব সাইট। পাসপোর্ট নবায়ন ডিজিটাল পাসপোর্ট তৈরী সংক্রান্ত সকল তথ্য জানতে প্রবাসী বাংলাদেশীদের passport.gov.bd অথবা dip.gov.bd দুটি ওয়েব সাইটে ভিজিট করতে বলা হয়েছে এবং কিরকম হবে সেই অনলাইন পাসপোর্ট ফর্ম? এখানে ক্লিক দেখে আসতে পারেন।দূতাবাসের ভাইস কনসাল আসিফ মাহমুদ জানান, ২০১৪ সালের ডিসেম্বর মাস থেকে সব পুরাতন ( হাতে লিখা) পাসপোর্ট এর মেয়াদ শেষ হয়ে যাবে। এই মেয়াদের আগে অবশ্যই সবাইকে পাসপোর্ট ডিজিটাল করে নিতে হবে। যারা এখনও ডিজিটাল পাসপোর্ট সংগ্রহ করেনি তাদের শীঘ্রই পাসপোর্ট ডিজিটাল করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

দূতাবাসের ভাইস কনসালের আর এক কর্মকর্তা জানান, ডিজিটাল পাসপোর্টের ক্ষেত্রে ফরম অবশ্যই অনলাইনে পূরণ করতে হবে। এটি সরকারী নিয়ম সুবিধা অসুবিধা নয় সবাইকেই এই পদ্ধতি অনুসরণ করতে হবে।বাংলাদেশ দূতাবাস দুবাই শাখা সরেজমিনে গিয়ে দেখা যায়, শত শত প্রবাসী বাংলাদেশী নিজ নিজ পাসপোর্ট ডিজিটাল করার জন্য ভিড় করছে দূতাবাস প্রাঙ্গনে। এছাড়াও অনেকে পুরাতন পাসপোর্ট নবায়নে উপস্থিত হয়েছেন এখানে। সব ক’টি অর্ভ্যথনা কক্ষ পূর্ণ হয়ে লোকজনের ভিড় দূতাবাসের বারন্দা ও বাইরে। ৪৫ থেকে ৪৭ ডিগ্রি তাপমাত্রা গরম কে উপেক্ষা করে সবাই ব্যস্ত পাসপোর্ট ডিজিটাল ও নবায়ন সংক্রান্ত কাজে।

ডিজিটাল পাসপোর্টের জন্য অনলাইনের মাধ্যমে ফরম পূরণ করায় অনেকেই সন্তোষ প্রকাশ করে বলেন, হাতে লিখে ফরম পূরণ করতে হলে বেশির ভাগ সময় দালালদের খপ্পরে পড়তে হতো। ফরম পূরণ বাবদ দিতে হতো টাকা। অনেক সময় তারা ফরম পূরণে ভুল করলে তা পাসপোর্টে ভুল আসতো। অনলাইন চালু করায় দালালদের হাত থেকে যেমন রক্ষা পাওয়া যাচ্ছে তেমনি টাইপিং সেন্টার গুলো থেকে ফরম পূরণ হচ্ছে নির্ভুলভাবে। টাইপিং সেন্টার থেকে ফরম পূরণের সময় একটা কোড ব্যবহার করা হয় যেন দ্বিতীয় বার ঝামেলায় পড়তে হয় না দূতবাসের কর্মকর্তাদের। এই সংক্রান্ত ডাটা সরাসরি অনলাইনের মাধ্যমে তাদের কাছে চলে আসে বলে নিশ্চিত করেছেন দূতাবাসের একাধিক কর্মকতা।দূতাবাসের নিজস্ব টাইপিং সেন্টারে এই ফরম পূরণ করতে হয় উপস্থিত প্রবাসীরা এমন অভিযোগ আনলেও তথ্যকেন্দ্র থেকে জানায়, ডিজিটাল পাসপোর্টের জন্য যেকোন টাইপিং সেন্টার থেকে ফরম পূরণ করা যাবে।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]] আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস  তাই এগুলো থেকে  বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। আমাদের ফেসবুক ফ্যানপেজে যেতে এখানে ক্লিক করুন।  এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধররেন বিজ্ঞাপন দিতে পাড়বেন। জানতে এখানে ক্লিক করুন।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *