• Sun. Dec ১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

পাকিস্তানে তিন খ্রিষ্টান নারীকে নগ্ন করে রাস্তায় হাঁটতে বাধ্য করে

Byexperience

Jul 15, 2013

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তিন খ্রিষ্টান নারীকে নগ্ন করে রাস্তায় ঘোরানোর অভিযোগে স্থানীয় মুসলিম নেতার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন লাহৌর হাইকোর্ট। কসুর জেলার একটি গ্রামে প্রায় মাস খানেক আগে তিন মহিলাকে নগ্ন করে রাস্তায় হাঁটানোর অভিযোগ ওঠে পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ শরিফ) দলের স্থানীয় নেতা ও বাড়ির মালিক মহম্মদ মুনির ও তার দলের কর্মীদের বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার লাহৌর হাইকোর্ট জেলা ও দায়রা বিচারক দু’সপ্তাহের মধ্যে প্রমাণ সহ ঘটনার বিস্তারিত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে পুলিশকে। পাত্তোকি এলাকার কসুর জেলার অভিযুক্ত মুনির ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) এর মদদপুষ্ট বলে জানিয়েছেন এক স্থানীয় বাসিন্দা।

চলতি মাসের প্রথম সপ্তাহে ঘটনাটি ঘটে। কিন্তু ঘটনাটি নজরে আসে বেশ কিছুদিন পরে। এশিয়ান হিউম্যান রাইটস কমিশন সংবাদ মাধ্যমে বিষয়টি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। নিগৃহীতাদের পরিবারের কর্তা সাদিক মাসি জানান, বাড়ির পুরুষেরা যখন কাজের জন্য বাইরে ছিল, ঠিক তখনই বাড়িতে হানা দেয় মুনিরের লেঠেল বাহিনী। ওই বাড়ির এক ছেলে সঙ্গে ফসল নিয়ে ঝগড়া হয় স্থানীয় ওই নেতার। তাকে খুঁজতেই হানা দিয়েছিল মুনিরের বাহিনী। কিন্তু বাড়িতে তার দেখা না পেয়ে বাড়ির তিন গৃহবধূকে ধরে নিয়ে গিয়ে মাঝ রাস্তায় কাপড় খুলে নগ্ন অবস্থায় হাঁটতে বাধ্য করে বন্দুকবাজরা। এমনকি তাদের ব্যাপক মারধর করা হয়। নিরূপায় হয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন ওই গৃহবধূরা। তাদের চিৎকারে আশপাশের বাড়ি থেকে কয়েকজন প্রবীণ বেরিয়ে আসেন। নিজেদের পাগড়ি মুনিরের পায়ে খুলে রেখে ওই গৃহবধূদের ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। এরপর মুনিরের বাহিনী ওই মহিলাদের ছেড়ে দেন। গ্রাম ছেড়ে যাওয়ার আগে তারা হুমকি দেয়, ঘটনার কথা পুলিশে জানানে বিপদ আরও বাড়বে। সেই ভয়ে ঘটনার কথা প্রকাশ্যে আনতে চাইছেন না গ্রামের বাসিন্দারা।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]]আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস  তাই এগুলো থেকে  বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। আমাদের ফেসবুক ফ্যানপেজে যেতে এখানে ক্লিক করুন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *