• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

প্যারিসে ট্রেন দুর্ঘটনায় নিহত ৭ (ভিডিও)

Byexperience

Jul 12, 2013

ব্রেতিনি-স্যুর-অর্জ , লাইনচ্যুত হয়ে ট্রেন দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু ও ১০ জনের অবস্থা আশংকাজনক , এতে আরো ৬০জন গুরুতর আহত !
আন্তঃনগর ট্রেন Teoz (তেয়জ) ট্রেন নম্বর ৩৬৫৭, প্যারিস-লিমজ লাইনে চলাচলের সময় – Brétigny-sur-Orge (Essonne) (ব্রেতিনি-স্যুর-অর্জ – এসন জেলায়) এলাকায় আজ শুক্রবার বিকেল ৫:১৫ সময়ে লাইনচ্যুত হয়ে পরে এবং পেছনের বেশিরভাগ বগি উল্টে যায় ট্রেনটি ৩৫০ জন যাত্রী বহন করছিল, কতৃপক্ষ ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে ৭ জনকে মৃত ঘোষণা করে ও ১০জনের অবস্থা আশংকাজনক , এতে আরো ৬০জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে, আহতদের অনেকেই এখনও ট্রেনে আটকে আছে| মৃত ও আহত যাত্রীদের মধ্যে অনেকেই ইলেকট্রিক শক পেয়েছেন এবং ট্রেনের কাটায় পরেছে।
Essonne এর ফায়ার সার্ভিস (পম্পিয়ে – pompiers ) দ্বারা রেড এলার্ট জারি করা হয়েছে এবং SNCF (এস এন সে এফ) এর পক্ষ থেকে সংকট নিরসনে বিশেষ এক সেল খোলা হয়েছে।যেখানে আন্তঃনগর ট্রেন Teoz প্যারিস-লিমজ (Paris – Limoges ) লাইনের দুর্ঘটনা ঘটেছে, সেখানে প্যারিস ও শহরতলির মাঝে লোকাল ট্রেন রের (এর অ এর – আর ই আর ) সি লাইন উপর ট্রাফিক সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে।বেশ কয়েকজন সাক্ষী উক্ত ঘটনা নিজ চোখে দেখে টুইটারে ট্রেনের দুর্ঘটনার ছবি পোস্ট করেছেন।

ভিডিওঃ

[youtube 8aG5mDdW02s?modestbranding=1&rel=0 nolink]

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]] আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস  তাই এগুলো থেকে  বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। আমাদের ফেসবুক ফ্যানপেজে যেতে এখানে ক্লিক করুন।  এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধররেন বিজ্ঞাপন দিতে পাড়বেন। জানতে এখানে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *