• Sat. Nov ২৩, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

রোমে ১০ হাজারের উপরে হারলি ডেভিডসন মোটরসাইকেলের আগমন,এর ১১০ বছর পূর্তি উপলক্ষে রোমে বিশাল অনুষ্ঠান

Byadilzaman

Jun 13, 2013

Harley-Davidson Inc ( formerly HDI ) একটি আমেরিকান মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান।১৯০৩ সাল থেকে এই কোঃ পরতিষ্ঠিত হয়। প্রথমে এটি জাপানী মোটরসাইকেল কোঃ সাথে প্রতিযোগিতার সম্মুখীন হয়। কারণ তখন এই কোঃ মোটরসাইকেলের গুণগত মান উন্নত হয় নি। কিন্তু বর্তমানে এটি আমেরিকার তথা বিশ্বের রাজকীয় মোটরসাকেল কোম্পানীগুলোর মধ্যে অন্যতম।এরা নানা সি.সি মোটোরসাইকেল প্রস্তুত করে। তাদের সর্বোচ্চ ১৮০০ সিসি পর্যন্ত মোটরসাইকেল আছে। এদের মোটরসাইকেল হারলি’স নামে বেশি পরিচিত। আধুনিক মডেলের পাশাপাশি এরা ক্লাসিক স্টাইলের মোটরসাইকেল তৈরী করে।এই কোম্পাণীর উদ্যোক্তা হলেন- উইলিয়াম এ ডেভিডসন, ওয়াটার ডেভিডসন, স্যার আর্থার ডেভিডসন এবং উইলিয়াম এস হারলি। আর এর ১১০ বছর পূর্তি উপলক্ষে ইতালির রোমে ১৩ থেকে ১৬ জুন পর্যন্ত এর সেলেব্রিটি উৎযাপন করবে। এতে ইউরোপের এক এক দেশ থেকে হাজার হাজার এই বাইক প্রেমিক নিজেদের বাইক নিয়ে রোমে উপস্থিত হচ্ছেন।

তারা এই দিন গুলোতে তাদের বাইক নিয়ে নানান ধরনের প্রতিযোগিতা সহ নেচে,গেয়ে আনন্দ করে কাটাবেন। ইতালির রোমে প্রশাসনিক ভাবে  এই বাইক প্রেমিদের  সকল প্রকার সুযোগ সুবিধা সহ তাদের জন্য আয়োজন করা হয়েছে  এক এক দিন এক এক রকমের অনুষ্ঠান। যেমন ১৩ জুনে রোমের Porto di Ostia তে এর সেলেব্রিটি করা সহ কনসার্ট ও নাচ,গান।

১৪ জুন রোমের ভেটিকান সিটির Basilica di S. Pietro তে ২০০০ হাজার বাইক মালিকের প্রতিযোগিতায় অংশগ্রহণ সহ থাকবে কাস্টম বাইক শো রোমের villaggio “Foro Italico“ তে।

এভাবে ১৬ জুন পর্যন্ত চলবে তাদের নানান কার্যক্রম । ১৭ জুন থেকে আবার সবাই যার যার দেশে ফিরে যাওয়ার জন্য রওনা করবে।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *