• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

জরুরি বিজ্ঞপ্তি ইতালিস্থ বাংলাদেশ দূতাবাস থেকে

ByLesar

May 21, 2013

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্নি সংগঠন/সমিতির নামে প্রবাসী বাংলাদেশী ভাই ও বোনদের পাসপোর্ট ও অন্যান্য কনস্যুলার সংক্রান্ত কাজ করে দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশী বিভিন্ন ব্যক্তির মোবাইল নম্বরসহ বিভিন্ন সংগঠন/ সমিতির প্যাডে বিজ্ঞপ্তি প্রচার করছে। এসকল বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন ভাবে প্রবাসী বাংলাদেশী ভাই ও বোনদের নিকত থেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে। দূতাবাসের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, কোন সংগঠন এ ধরনের কাজ করার জন্য কনভাবেই দায়িত্ব প্রদান করা হয়নি।

প্রবাসী বাংলাদেশী ভাই ও বোনদের এ সকল সংগঠন/ সমিতির মাধ্যমে পাসপোর্ট ও অন্যান্য কনস্যুলার সংক্রান্ত কোন কাজ না করানোর জন্য অনুরোধ করা হচ্ছে। উল্লেখিত কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল ব্যক্তি/ সংগঠন/ সমিতিকে এ সংক্রান্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য পরামর্শ ও নির্দেশ প্রদান করা হচ্ছে। অন্যথায় দূতাবাস তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *