• u. Dec ১২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

দলিল সম্পাদনের ক্ষেত্রে স্ট্যাম্পের জন্য বর্তমান মূল্য

ByLesar

May 21, 2013

 

২০১২-১৩ অর্থবছরের বাজেট অনুযায়ী, গত ১ জুলাই থেকে দলিল সম্পাদনের জন্য স্ট্যাম্পের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

রাজউকের প্লট এবং ট্যাক্সের দলিল
মূল্যের ওপর ২ শতাংশ টাকার সমমানের স্ট্যাম্প

ট্রাস্ট ডিড-ক্যাপিটাল দলিল
মূল্যের ওপর ২ শতাংশ টাকার সমমানের স্ট্যাম্প

অছিয়তনামার কপি
৩০ টাকার স্ট্যাম্প

নকলের কবলা দলিল, বন্ড, বণ্টননামা, সার্টিফাইড কপির দলিল
৫০ টাকার স্ট্যাম্প

অনুলিপি, খাস-মোক্তারনামা দলিল
১০০ টাকার স্ট্যাম্প

হলফনামা, বায়নার হলফনামা, হেবার ঘোষণাপত্র, নাদাবি পত্র, বাতিলকরণ দলিল
২০০ টাকার স্ট্যাম্প

চুক্তিনামা দলিল, অঙ্গীকারনামা, বায়নানামার দলিল, মেমোরেন্ডাম অব অ্যাগ্রিমেন্ট, রিডেম্পশন, সোলেনামা বা আপসনামার দলিল
৩০০ টাকার স্ট্যাম্প

আমমোক্তারনামা দলিল এবং সাফকবলা দলিল
৪০০ টাকার স্ট্যাম্প

তালাকের হলফনামার দলিল
৫০০ টাকার স্ট্যাম্প

পার্টনারশিপ বা অংশীদারি দলিল
২০০০ টাকার স্ট্যাম্প

মর্টগেজ বা বন্ধকের দলিল সম্পাদনের জন্য
১. এক টাকা থেকে ২০ লাখ টাকা পর্যন্ত ২০০০ টাকা
২. ২০ লাখ এক টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত পাঁচ হাজার টাকার স্ট্যাম্প।
৩. এক কোটি এক টাকার ওপরের ক্ষেত্রে পাঁচ হাজার টাকার এবং প্রতি লাখের জন্য ২ শতাংশ হারে মোট টাকার মূল্যমানের স্ট্যাম্পে সম্পাদন করতে হবে।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *