• u. Dec ১২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

Permesso di Soggiorno নবায়ন করতে কত ফী লাগবে?

ByLesar

Mar 16, 2013

 

ইতালীতে আমরা যারা বসবাস করি তারা সবাই জানি,যে ইতালীর সরকার দুই দিন পর পর বিদেশীদের জন্য তাদের অফিসিয়াল নিয়ম কানন পরিবর্তন করে থাকে।যেমন ২০১২ সালের ২৯শে জানুয়ারীর মদ্ধে যারা আবাসিক পারমিট নবায়ন করতে দিয়েছেন তাদের সব মিলিয়ে ৭০ থেকে ৯০ ইউরো লেগেছে তাও আবার সকল প্রকার পারমিট এর জন্য । কিন্তু ২০১২ সালের ৩০শে জানুয়ারী থেকে তারা এর নিয়ম পরিবর্তন করে দেয়। আর এই পরিবর্তনে উল্লেখ করে দেওয়া হয়, যারা উক্ত সময়ের পরে নবায়ন করতে দিবেন তাদের নবায়ন বাবদ খরচ লাগবে ৮০ থেকে ২০০ ইউরো শুধুই ট্যাক্স এবং এর সাথে যোগ হবে পোস্ট অফিস এর খরচ ও একটি ১৪,৬২ ইউরোর স্ট্যাম্প।

এবার তাহলে আলোচনা করা যাক ৮০ থেকে ২০০ ইউরো কেন এবং কখন লাগবে?এই আইনে ওরা নবায়ন করার সময়ের উপর ভিত্তি করে এই চার্জ গুলো ভাগ ভাগ করে দিয়েছে। নিচে এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হোল।

১- যারা ৩ মাস থেকে ১ বছর মেয়াদ এর জন্য জমা দিবেন তাদের মোট লাগবে ১০৭,৫০ ইউরো নবায়নের ট্যাক্স ও ৩০ ইউরো পোস্ট অফিস এর চার্জ এবং একটি ১৪,৬২ ইউরোর মার্কাদা বল্ল বা স্ট্যাম্প। তার মানে আপনি যদি ৩ মাস থেকে ১ বছর মেয়াদের জন্য জমা দিতে চান তাহলে আপনার সবমিলিয়ে লাগবে ১৫২,১২ ইউরো।

২- যারা ১ বছরের উপরে ও ২ বছর মেয়াদ এর জন্য জমা দিবেন তাদের লাগবে ১২৭,৫০ ইউরো নবায়নের ট্যাক্স ও ৩০ ইউরো পোস্ট অফিস এর চার্জ এবং একটি ১৪,৬২ ইউরোর মার্কাদা বল্ল বা স্ট্যাম্প। তার মানে আপনি যদি ১ বছরের উপরে ও ২ বছর মেয়াদের জন্য জমা দিতে চান তাহলে আপনার সবমিলিয়ে লাগবে ১৭২,১২ ইউরো।

৩- যারা ২ বছরের উপরে বা  কার্টাদি সৌজর্ন্য এর জন্য জমা দিবেন তাদের লাগবে ২২৭,৫০ ইউরো নবায়নের ট্যাক্স ও ৩০ ইউরো পোস্ট অফিস এর চার্জ এবং একটি ১৪,৬২ ইউরোর মার্কাদা বল্ল বা স্ট্যাম্প। তার মানে আপনি যদি ২ বছরের উপরে বা কার্টাদি সৌজর্ন্য এর জন্য জমা দিতে চান তাহলে আপনার সবমিলিয়ে লাগবে ২৭২,১২ ইউরো।

আশা করি এই ইনফর্মেশন গুলো আপনাদের সবার কাজে লাগবে। এটি আপনার পরিচিত সবার কাছে শেয়ার করে তাদের জানাতে সাহায্য করুন, ধন্যবাদ।

আরো বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুনঃ

[youtube ir7nMyZg_h4?modestbranding=1&rel=0 nolink]

 

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান। ]]

 

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *