• Sun. Dec ১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

নিজে নিজে কন্ট্রোল করুন! সানাতরিয়া ২০১২ বা অবৈধদের বৈধ করণ প্রক্রিয়া?

ByLesar

Feb 1, 2013

আমাদের অনেকেই এবারের সানাতরিয়া ২০১২ বা অবৈধদের বৈধ করণের জন্য আবেদন করেছেন।কিন্তু আপনাদের অনেকেই জানেন না কি ভাবে? এবং কোথায় গিয়ে আপনার বৈধ করণ সম্পর্কে বিস্তারিত আরো খবর পেতে পারেন? তাই আজকে আপনাদের শেখানো হবে, যারা সানাতরিয়া ২০১২ বা অবৈধদের বৈধ করণের জন্য আবেদন করেছেন তারা কিভাবে তার দোমান্দা সম্পর্কে নিজে নিজেই এর সম্পর্কে যানতে পারে। যেমনঃ আপনার আবেদন বর্তমানে কি অবস্থায় রয়েছে সহ আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

আমরা যারা এর আবেদন করেছি তারা সবাই জানি এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করা হয়ে থাকে।অনলাইনের ফর্ম পূরণ করে নির্দিষ্ট সময়ে এটি পাঠিয়ে দিতে হয়, পাঠানোর পর আপনার মেইলে একটি রিসিত চলে আসে যেখানে জমা পড়ার সময় সহ আরো বিস্তারিত তথ্য থাকে।যেহেতু এটি সম্পূর্ণ অনলাইনের করা হয় তাই এর সম্পর্কে কিছু যানতে হলেও অনলাইনের মাধ্যমে যানতে হবে। প্রতিটি আবেদনের পিছে একটি করে ইমেইল এড্রেস রয়েছে আর ইমেইল এড্রেসই আপনার চাবিকাঠি, পাঠানো আবেদনের বিস্তারিত যানতে।

এবার আমরা দেখবো কিভাবে আবেদন করার পর এর সম্পর্কে জানা যায়।

আপনারা যারা এর জন্য আবেদন করেছেন তাদের সবার জন্য একটি করে ইমেইল এড্রেস রয়েছে,কাজেই প্রথমে আপনাকে আপনার আবেদন করার সময় যে ইমেইল ও পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে তা সংগ্রহ করতে হবে। আপনাদের মধ্যে অনেকেই ইন্টারনেট ব্যবহার করতে পারেন না বলে অন্যদের দিয়ে আপনার আবেদন পূরণ করা সহ জমা দিয়েছিলেন, তাই যাদের মাধ্যমে আপনার আবেদন করিয়েছিলেন তাদের কাছ থেকে আপনার ইমেইল ও পাসওয়ার্ড সংগ্রহ করুন।

এবার এখানে ক্লিক করুন। তাহলে আপনি Ministero dell’Interno সাইটে চলে যাবেন। নিচের চিত্রটি দেখুন।

এখানে আপনার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে নিচে Accedi নামক বাটনে ক্লিক করুন।তাহলে আপনার আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

৬ thoughts on “নিজে নিজে কন্ট্রোল করুন! সানাতরিয়া ২০১২ বা অবৈধদের বৈধ করণ প্রক্রিয়া?”
  1. ফিঙ্গার প্রিন্ট দেওয়ার কতদিন পর পেরমেসসো দি সেৌজর্ন্য পায়?

    1. Mahmudul Hasan সাধারনত বর্তমানে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর যদি সব কিছু ঠিক থাকে তাহলে ২-৩ মাসের মধ্যে পেরমেসসো দি সেৌজর্ন্য পেয়ে যায়। আপনি আপনার পেরমেসসো দি সেৌজর্ন্য রেডি হয়েছে কিনা? তা দেখতে পাবেন এই লিংকে গিয়ে http://amiopari.com/1734/ বিস্তারিত জানতে পোস্ট টি ভালো করে পরুন। ধন্যবাদ

  2. bhaiya. amar ek relative 2011 er january te ekjoner jonno sponsorer apply korechilo onno karo maddhome. erpor tini basa change koren. ager basas thikanai kono paper asche kina jana jaini – ekhon nulla osta ber hoise naki ministero dell interno er website theke kivabe jana jabe ektu easily janan please ete oneker help hobe –

    1. ধন্যবাদ Oni আপনার রিলেতিভ যার মাদ্ধমেই স্পন্সর জমা দিয়ে থাকুক না কেন,স্পন্সর জমা দেওয়ার জন্য একটি ইমেইল খুলে নিতে হয়। কাজেই এখানে আপনার রিলেতিভকে বলবেন যার মাধ্যমে সে জমা দিয়েছে তার কাছ থেকে ইমেইল ও পাসওয়ার্ড নিয়ে আমাদের এই পোস্ট এ দেখানো নিয়মে কন্ট্রোল করে নিতে।

  3. হ্যালো সালাম নিবেন আশা করি ভালো আছেন , আমি কিবাভে আপনাদের মত করে বাংলা লিকতে পারব আমার কম্পুটারে দয়া করে যদি ওয়েবসাইট তা বলতেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *