• Sun. Dec ১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ঘরে বসেই কার্টা দি সৌজর্ন্যের জন্য ইতালীয়ান ভাষার সার্টিফিকেট এর আবেদন করুন।

ByLesar

Jan 26, 2013

আমরা যারা ইতালীতে বসবাস করি তারা সবাই জানি কার্টা দি সৌজর্ন্য বা আবাসিক পারমিটের আবেদন করার  জন্য ৫ বছর অপেক্ষা করতে হয়, আপনি প্রথম সৌজর্ন্য বা আবাসিক পারমিট হাতে পাওয়ার পর থেকে ৫ বছর পর এই কার্টা দি সৌজর্ন্যের  জন্য আবেদন করতে পারবেন। আগে কার্টা দি সৌজর্ন্য আবেদন করতে ইতালীয়ান ভাষার সার্টিফিকেট এর প্রয়োজন ছিলোনা কিন্তু বর্তমানে আপনাকে ইতালীয়ান ভাষার সার্টিফিকেট নিয়ে তারপর এর আবেদন করতে হবে। তাই আজকে আপনাদের শিখাবো কিভাবে এই সার্টিফিকেট নেওয়া যায়।

আমাদের অনেকেই হয়তো অনেক আশা নিয়ে দিন গুনছেন কবে আপনার আবাসিক পারমিটের মেয়াদ ৫ বছর পূর্ণ হবে এবং আপনি কার্টা দি সৌজর্ন্যের জন্য আবেদন করবেন। বর্তমান নিয়ম অনুযায়ী আপনি এই ইতালীয়ান ভাষার সার্টিফিকেট দুই ভাবে নিতে পাড়েন। তবে আপনাকে অবশ্যই এর জন্য ইতালীয়ান ভাষার টেস্ট পরীক্ষা দিতে হবে।

১- আপনি যদি ইতালীয়ান ভাষা ভালো ভাবে না পাড়েন তাহলে সরাসরি যে কোন ইতালীয়ান স্কুল থেকে ভাষা শিখার কোর্স করে নিয়ে নিতে পারেন।

২- আপনি যদি ইতালীয়ান ভাষা বলতে পারেন তাহলে আমাদের দেখানো নিয়ম অনুযায়ী ঘড়ে বসে এই সার্টিফিকেট নেওয়ার টেস্ট পরিক্ষার জন্য আবেদন করতে পাড়বেন।

যারা ইতালীয়ান পাড়েন ও ঘড়ে বসে এই সার্টিফিকেট নেওয়ার টেস্ট পরিক্ষার জন্য আবেদন করতে চান তারা নিচের স্টেপ গুলো ভালো করে দেখুন।

ঘরে বসে ইতালীয়ান ভাষা টেস্ট পরিক্ষার জন্য আপনাকে প্রথমে Ministero Dell’Interno সাইটে রেজিস্ট্রেশন করতে হবে, করা হলে আপনাকে সেখানে পাওয়া ফর্ম পূরণ করে প্রেফেত্তুরা তে পাঠিয়ে দিতে হবে(এটি করতে হবে কম্পিউটার ও ইন্টারনেটের মাধ্যমে), তাহলে তারা আপনার টেস্ট পরিক্ষার সময় সূচি সহ কোথায় এবং কখন পরীক্ষা দিতে হবে তার বিস্তারিত জানিয়ে দিবে।

তাহলে শুরু করা যাকঃ

প্রথমে এখানে ক্লিক করুণ তাহলে আপনি Ministero Dell’Interno সাইটে চলে যাবেন। নিচের চিত্রটি দেখুন।

এবার রেজিস্টার করার জন্য উপরের ছবিতে দেখানো Effettua registrazione লেখাতে ক্লিক করুণ তাহলে নিচের মতো আর একটি পেজ আসবে নিচের ছবিটি দেখুন।

উপরের ছবিতে দেখানো মতো ঘর গুলোতে আপনার বিস্তারিত দিয়ে পূরণ করুণ, করা হয়ে গেলে Invia নামক বাটনে ক্লিক করুণ। তাহলে আপনার রেজিস্ত্রেশন করার বিস্তারিত তারা আপনার ইমেইল এড্রেসে পাঠিয়ে দিবে। এবার আপনার ইমেইল খুলুন। আপনার ইমেইল খুললে দেখতে পাবেন Ministero Dell’Interno থেকে আপনাকে একটি মেইল পাঠিয়েছে সেখানে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দেওয়া হয়েছে এবং যেহেতু আপনি প্রথম বারের মতো ওদের সাইটে রেজিস্ট্রেশন করেছেন তাই তারা আপনাকে আপনার রেজিস্ট্রেশন নিশ্চিতকরণের জন্য একটি লিংক দিয়েছে, যেখানে আপনাকে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করাতে হবে। নিচের ছবিটি দেখুন।এটি আপনার ইমেইলে ভিতর পাবেন।

উপরের ছবিতে ভালো করে লক্ষ করুণ। এখানে আপনাকে আপনার Nome Utente, Password দেওয়া হয়েছে এবার আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে ছবিতে দেখানো লেখাগুলোতে ক্লিক করুণ। তাহলে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে।

 

 

এবার আমরা দেখবো কিভাবে Ministero Dell’Interno তে লগ ইন করা এবং ইতালীয়ান ভাষা টেস্ট পরিক্ষার ফর্ম পুরনের মাধ্যমে আবেদন জমা দেওয়া।

Ministero Dell’Interno তে লগ ইন করার জন্য এখানে ক্লিক করুণ।

তাহলে নিচের চিত্রের মতো দেখতে পাবেনঃ

উপরের ছবিতে দেখানো মতো আপনার ইমেইল এড্রেস ও আপনার পাসওয়ার্ড দিয়ে নিচে Invia নামক বাটনে ক্লিক করুণ। তাহলে নিচের ছবির মতো দেখতে পাবেন।

উপরের ছবিটি ভালো মতো লক্ষ করুণ এখানে অনেক গুলো মেনু রয়েছে যেমন Richiesta moduli, Domande, Verifica Stato Pritica ইত্যাদি ইত্যাদি। আপনাদের এখানে একটি কথা না বললেই নয় , এখান থেকে যে আপনি ইতালীয়ান ভাষার টেস্ট পরিক্ষার আবেদন করবেন শুধু তাই নয় এখান থেকে আপনি আরো অনেক কিছু করতে পাড়বেন যেমনঃ আপনার ইতালীয়ান পাসপোর্ট অ্যাপ্লাই করা, আপনার পরিবার নিয়ে আসবেন তার দোমান্দার জন্য অ্যাপ্লাই করা, যত রকমের স্পন্সার আছে যেমনঃ নরমাল কাজের স্পন্সার বা মৌসুমি কাজের স্পন্সার সহ অন্যান্য সব ধরনের স্পন্সারের অ্যাপ্লাই এখান থেকে করা হয়ে থাকে এবং ইটালীতে যখন অবৈধদের বৈধকরণ প্রক্রিয়া চলে তার আবেদনও এখান থেকে করা হয়। আপনারা এতদিন এই সামান্য কাজ গুলো করানোর জন্য কত মানুষের পিছনেই না ঘুরেছেন, কত কত টাকাই না খরচ করেছেন তা আপনারাই ভালো জানেন। যা আপনি চাইলে নিজে নিজেই করে নিতে পারতেন।যাই হোক এতদিন আপনাদের সাথে কেউ ছিলোনা কিন্তু এখন থেকে আমরা আছি আপনাদের সাথে।

যাই হোক এবার আপনার ইতালীয়ান ভাষার সার্টিফিকেট এর জন্য ছবিতে দেখানো Richiesta moduli লেখাতে ক্লিক করুণ। ক্লিক করে নিচে যান নিচে গিয়ে দেখুন Test Italiano নামে একটি ফর্ম আছে সেখানে ক্লিক করুণ। নিচের ছবিটি দেখুন।

Test Italiano ঘরে ক্লিক করলে আপনাকে আপনার ইতালীয়ান ভাষার সার্টিফিকেট এর ফর্ম এর পেজে নিয়ে যাবে। নিচের ছবিটি দেখুন।

এখানে Avanti নামক বাটনে ক্লিক করুন তাহলে আপনাকে ফর্ম এর পরের পাতায় নিয়ে যাবে সেখানে আপনার বিস্তারিত সব তথ্য দিয়ে আবার Avanti নামক বাটনে ক্লিক করুন তাহলে আপনাকে এর পরের পাতায় নিয়ে যাবে সেখানেও আপনার বিস্তারিত সব তথ্য লিখুন, এভাবে সবগুলো পাতা পূরণ হয়ে গেলে Salva নামক বাটনে ক্লিক করে আপনার ফর্ম টি সেভ করুন এবং সর্ব শেষে Invia নামক বাটনে ক্লিক করে আপনার ফর্ম টি প্রেফেত্তুরাতে পাঠিয়ে দিন। ব্যাস আপনার কাজ শেষ । এবার কিছু দিনের মধ্যে ফর্মে দেওয়া আপনার ঠিকানায় ওরা চিঠি পাঠিয়ে আপনার পরিক্ষার সময় সূচি সহ সব তথ্য জানিয়ে দিবে।

আশা করি আপনাদের বুঝাতে পেরেছি, তারপরেও যদি আপনাদের কারো বুঝতে সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট এর মাধ্যমে আমাদের জানালে আমরা চেষ্টা করবো আপনাদের সাহায্য করতে।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

১৮ thoughts on “ঘরে বসেই কার্টা দি সৌজর্ন্যের জন্য ইতালীয়ান ভাষার সার্টিফিকেট এর আবেদন করুন।”
  1. প্রথমেই ধন্যবাদ এই সুন্দর সাইটটির জন্যে এবং আপনাদের সেবা মূলক এই কাজের জন্যে। আশা করি এখান থেকে সবাই উপকৃত হবে।

    আমার প্রশ্ন , কার্তা দি সোজরনো এর জন্যে কত টাকা বেতন পেতে হবে? ইতালিতে আমি প্রায় ৫ বছর, এবছর কার্তা দি সোজোরনের জন্যে বেদন করতে চাই।

    ২০১২ এর অক্টবর পর্যন্ত আমার ফিসসো কন্টাক ছিল, তার পর নতুন কাজে জয়েন করি ২০১৩ এর জানুয়ারী থেকে, এখানে বেতন কম, এখানেও ফিসসো কন্টাক আছে।

    কার্তা দি সোজরনো এর জন্যে কত টাকা বেতন পেতে হবে? এমন কোন নিয়ম আছে কী???

    (আপনারা যদি কার্তা দি সোজর্নের উপরে বিস্তারিত লিখতেন কেউ, তাহলেই সবাই উপকৃত হত)

    1. ধন্যবাদ ফাহাদ আপনার মুল্যবান কমেন্টটির জন্য।
      আপনি যদি অবিবাহিত হন,আপনার বাৎসরিক আয় ( কুড ) ৬০০০ ইউরোর উপরে হলেই আপনি আবেদন করতে পারেন।
      তবে আপনার নতুন কন্ট্রাক্টটির মেয়াদ কতদিনের জানতে পারলে ভাল হত।এছাড়া ও উল্লেক্ষ্য যে, কারতা সৌজোর্ন্যের জন্য এখন ইতালিয়ান ভাষার A2 লেভেল এর সার্টিফিকেট লাগে।
      আপনি আরো বিস্তারিত জানতে চাইলে বা সাহায্য চাইলে আমাদের সাথে ফোনে যোগাযোগ করে অফিসে আসতে পারেন। আমাদের নাম্বারটি আপনাকে মেসেজ এ পাঠানো হলো।
      আপনার সার্বিক সহযোগীতায় আমরা থাকতে চেষ্টা করব।

  2. আমি বিবাহিত, কিন্তু মাত্র তিন মাসের মতো হবে বিয়ে করেছি, আমার স্ত্রী বাংলাদেশে, আমি ইতালীতে একাই থাকি। আর আমার কন্টাকের মেয়াদ ফিসসো (ইন্দেতেরমিনাতিভো । এখোন আমি বিবাহিত হিসেবে আমার কত টাকা (কুড) থাকতে হবে বেতন।

    আমার ইতালিয়ান ভাষার A2 লেভেলের সার্টিফিকেট আছে। ইস্কুল থেকে পরিক্ষা দিয়ে তা গেছে বছরের শেষের দিকে হাতে পাই।

    (উল্লেখ্যঃ আমি একটি রেস্টুরেন্টে কাজ করতাম, সেটা গতো বছর বন্ধ হয়ে যায় কোন এক কারনে। আমি ২০১২ এর অক্টবর পর্যন্ত কাজ করলেও, শেষের দু মাসের বেতন আটকা পরে তদের কাছে। তা নিয়ে মামলাও চলছে। এমতাবস্থায় আমি আমার কুদ কিভাবে পেতে পারি? যদি মালিক পক্ষ দিতে না চায়?

    মনে কিছু করবেন না, এখানেই সব কথা বললাম, যাতে ভিজিটর ভাই,বন্ধুরা এই সাইট থেকেই সব তথ্য পেতে পারেন। এবং অন্যেরও কাজে লাগে।

    1. আপনার স্ত্রী যেহেতু বাংলাদেশে থাকে বর্তমানে, আপনার কুড ৬০০০ এর উপরে হলেই আপনার জন্য যথেষ্ট ।
      আপনি যেহেতু ভেরতেন্সা দি লাভোরো করেছেন আপনার বিগত কাজের রেস্টুরেন্টের বিরূদ্ধে , মালিক পক্ষ কূড দিতে অস্বীকার করলেও আপনি ইনপ্স (INPs) থেকে
      * এস্ত্রাত্ত কোনতো * ( estratto conto ) নিয়ে আবেদন করতে পারেন কারতা সৌজর্ন্যের জন্য। এটা কুডের বদলে গ্রহনযোগ্য।

      ( ধন্যবাদ ফাহাদ আপনাকে এখানে লিখার জন্য, এখানে পাবলিক পোস্টে সবাই সাচ্ছন্দ বোধ করেন না বিস্তারিত লিখতে।আর কাজের ব্যস্ততার কারনে আমরা দেরিতে উত্তর দিতে পারি,
      তাৎক্ষনিক প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ এর সুবিধার্থে আমাদের সাথে সরাসরি যোগাযোগের জন্য বলা হয়েছিল।
      এছাড়া ও কিট ফরম পূরনে আমরা সাহায্য করি।এবং আপনার যে এস্ত্রাত্ত কোন্ত টি দরকার এটা করতেও আমরা সাহায্য করতে পারি। )

      আশা করি আমাদের উত্তরগুলোতে আপনি উপকৃত হবেন।

      1. সত্যিই ভাই, খুব উপকৃত হলাম, এবছর কার্তা এর আশা প্রায় ছেরেই দিয়েছিলাম, কিন্তু আপনার কথায় আবার আশার আলো দেখতে পাচ্ছি। আর সমস্যা নেই যদি আপনি উত্তর দিতে সামান্য দেরি করেন, আমি জানি ইতালে কাজ নিয়ে কতোটা ব্যস্ত থাকতে হয়, আর আমিও কাজ ফেলে কোথাও যেতে পারিনা, সময় খুব কম পাই।

        stratto conto এর জন্যে আমাকে কি করতে হবে? আমি পিয়াসেন্সাতে (PIACENZA) তে থাকি।

        আপনাকে অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।

  3. সাহায্য চাই।

    আপনি বলেছিলেন আমাকে আপনাদের অফিসের নাম্বারটি ম্যসেজ করে পাঠিয়েছেন,
    কিন্তু আপনাদের ফোন করতে গিয়ে নাম্বারটি পেলাম না। দয়া করে এই ব্যপারটি দেখবেন কি?

    এই সপ্তাহে একদিন বন্ধ আছে, আপনাদের সাথে দেখা না করতে পারলে আবার অপেক্ষা করতে হবে ছুটির জন্যে। 🙁

  4. ami kivabe amr italian lenguege tester result dekhte parbo. help korle upokrito hobo.
    thank you.

    1. Dear Md Nazmul Hayder আপনি ঘরে বসে অনলাইনে ইতালিয়ান ভাষার সার্টিফিকেট এর জন্য অবেদন করে পরিক্ষা দিতে পারবেন কিন্তু পরিক্ষার রেজাল্ট এর জন্য আপনাকে যে স্কুলে পরীক্ষা
      দিয়েছেন তাদের সাথে যোগাযোগ করতে হবে। ধন্যবাদ

      1. ভাই আমি জানতে চাই যে আমি কিভাবে আমার ভাষা টেস্টের
        পরীক্ষার তারিখ কবে তা জানতে পারব।যদি চিঠি না পাই তাহলে কিভাবে জানতে পারব।
        জানালে উপক্রিত হতাম।
        ধন্যবাদ।

        1. আপনি মিনিস্তেরো দেলইন্তেরনো সাইট এ লগিন করে জানতে পাড়বেন।

          1. কোন সাইট এ গিয়ে জানতে পারব, লিংকটা দিয়ে দিবেন।

  5. Bhashar porikhkhar tarik email korbe bolche . jodi name Kore tahole kibhabe Janet parbo bistarito janaben. Pls

  6. assalamualaikum.apnara ki ghore boshe italian vasha shikkhar kono link dite parben?tahole amar khub upokar hobe.

    1. Dear Shahin আপাদত এরকম কোন লিঙ্ক আপনাকে দিতে পারছিনা বলে আমরা একান্ত ভাবে দুঃখিত। তবে খুব শিগ্রই আমিওপারি টিম আপনাদের জন্য ভিডিও টিউটোরিয়াল সহ খুব সহজে এক্সপার্ট দের দ্বারা চালু করতে যাচ্ছে ইতালিয়ান ভাষা শিখার কোর্স। যার মাধ্যমে আপনারা ঘরে বসেই ইতালিয়ান ভাষা শিখে নিতে পারবেন। কাজেই আপনাদের আর কিছু দিন অপেক্ষা করতে হবে। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *