• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

গুগল ম্যাপস এ এল নতুন আকর্ষণ আন্ডারওয়াটার ভিউ :

Byadilzaman

Jan 13, 2013

বিশ্বের অগণিত মানুষের ইন্টারনেট ব্যবহারকারির কাছে গুগল ম্যাপস এর কথা একেবারে পরিচিত একটি কথা। গুগলের সার্চ ইন্ঞ্জিন, ইউটিউব এর পর ব্যবহারের দিক থেকে গুগল ম্যাপস এর স্থান। বিশ্বের অগণিত ইন্টারনেট ব্যবহারকারির কাছে একমাত্র গুগল ম্যাপস ই নির্ভরযোগ্য এবং আকর্ষণীয় ডিজিটাল মানচিত্র।
সম্প্রতি অ্যাপল এর অপারেটিং সিস্টেম আইওএস-৬ এ গুগল ম্যাপস এর মানচিত্র ডিফল্ট না রাখায় অ্যাপল ব্যবহারকারিরা চরম ক্ষোভ করেন এবং এ থেকে খুব সহজেই প্রমানিত হয় যে গুগল ম্যাপস এর জনপ্রিয়তা বর্তমান বিশ্বে কতটুকু।
এই জনপ্রিয়তার প্রেক্ষিতে গুগল ম্যাপস কর্তৃপক্ষ সম্প্রতি আরো একটি নতুন ফিচার যোগ করল গুগল ম্যাপস এ। আর সেই নতুন ফিচারটি হল অসাধারন সুন্দর আন্ডারওয়াটার স্ট্রিটভিউ ধরনের দৃশ্য। এতদিন এসকল দৃশ্য শুধুমাত্র পানির নিচে সন্তরনরত স্কুবা ড্রাইভাররাই উপভোগ করতে পারত। কিন্তু এখন থেকে চোখ আটকানো এসব দৃশ্য দেখার সুযোগ পাবে গুগল ম্যাপস ব্যবহারকারিরা, মানে সারা বিশ্বই। দি ক্যটলিন সিভিউ সার্ভের কাছ থেকে সংগ্রহ করা এইসব ছবি প্রদর্শনের মাধ্যমে গভীর পানির নিচে লুকিয়ে থাকা চোখধাধাঁনো এই সব দৃশ্য বিশ্বের সাবার সামনে তুলে ধরতে চাইছে গুগল ম্যাপস। আর তার শুভ শরুটা করেছে বিখ্যাত গ্রেট ব্যারিয়ার রিফ দিয়ে। নতুন এই ফিচারটি গুগল ম্যাপস এর জনপ্রিয়তা আরো অনেক বাড়িয়ে তুলবে নিঃসন্দেহে।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *