সানাতরিয়া ২০১২ আইন অনুযায়ী ১৫ই সেপ্টেম্বর থেকে ১৫ই আক্টবর এর মধ্যে যারা সানাতরিয়ার জন্য ১০০০ ইউরো জমা দিয়েছিলেন কিন্তু সময় না থাকার কারনে আবেদন জমা দিতে পারেননী, তাদের জন্য সরকার নতুন করে অনলাইনের আবেদন জমা দেওয়ার জন্য তাদের সাইট খুলবে।এই সাইট ১০ই ডিসেম্বর থেকে ৩১শে জানুয়ারী পর্যন্ত খুলা থাকবে। তবে সর্ত সাপেক্ষে নতুন রা এই সাইটে প্রবেশ করতে পারবেন না বা আবেদন করতে পারবেন না। এটিতে প্রবেশ করতে পারবে শুধু যারা ১৫ই আক্টবরের মধ্যে ১০০০ ইউরো জমা দিয়েছিলেন।এই ১০০০ ইউরো জমা দেওয়ার সময় আপনাদের রিসিতে কিছু নাম্বার সনাক্ত করে দেওয়া আছে আর সেই নাম্বারি হবে আপনার পাসওয়ার্ড , সাইটে প্রবেশ করার জন্য। তাই যারা আবেদন জমা দিতে পাড়েননী তারা ১০ই ডিসেম্বর থেকে ৩১শে জানুয়ারী পর্যন্ত তাদের আবেদন পাঠাতে পারবেন।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]
আমি গত বছর সোজর্ন পেয়েছি যার মেয়াদ ২৩ ফেব্রয়ারী ২০১৩ তারিখে শেষ হবে । আমি এ পর্যন্ত কোনো কাজ করি নাই এবং সোজর্ন পাওয়ার পর এ পর্যন্ত দেশে অবস্থান করছি । আমি এখন ইতালি এসে সোজর্ন নবায়ন এবং যথারীতি কাজকর্ম করতে চাই । এ ব্যাপারে আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করুন প্লিজ ।
ধন্যবাদ এখানে আপনি বলেননি কতদিন ধরে দেশে রয়েছেন? যেহেতু আপনার সোজর্নর সময় প্রায় ফুরিয়ে এসেছে তাই আপনার উচিত যত তারাতারি পারা যায় ইতালি চলে আসা।ইতালি এসে চাইলে আমাদের ইম্মিগ্রেসন অফিসে যোগাযোগ করতে পাড়েন তবে বর্তমানে আমাদের পাবেন রোমে।
ভাই অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করে মতামত দেওয়ার জন্য । আমি গত মে মাসে এসে ৬ মাস পর একবার ইতালি গিয়ে ১৫ দিন থেকে বাংলাদেশে আসি এবং এরপর আর যাইনি । আমি ভয় পাচ্ছি আমি এখন ইতালি ঢুকতে পারব কিনা । দয়া করে এ ব্যাপারে প্রয়োজনীয় উপদেশ দিবেন । আর শুনেছি পারতিতা ইভা খুলে সোজর্ন জমা দেওয়া যায় । এ ব্যাপারে জানালে অনেক কৃতগ্ঞ থাকব ।
ভাই ফারুক ইকবাল আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি . আপনাকে আমরা একটি মেইল পাঠাচ্ছি আমাদের সাথে যোগাযোগ করার নম্বর দিয়ে.
ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করার জন্য.